বই পরিচিতি : সিনেমা কি? কীভাবে হয়? মাত্র দুই মিনিটের একটা দৃশ্য তৈরি করতে আসলে কতক্ষণ লাগে? পর্দায় যে মানুষগুলোকে দেখা যায়, তারা কি বাস্তবেও একই রকম? খলনায়ক কি বাস্তবেও খলনায়ক? নায়ক কি বাস্তবেও নায়ক? সিনেমায় যারা মারা যায়, তারা কি আসলেই মারা যায়?
দৃশ্যের পর দৃশ্য মিলিয়ে তৈরি হয় সিনেমা। পর্দায় দেখা সিনেমার প্রভাবে আমাদের মনের মধ্যে তৈরি হয় ছোট-বড় আরও অনেক সিনেমা। এইসব দৃশ্য, এইসব ভাবনা, গল্প ও চরিত্র কারা সৃষ্টি করেন?
সিনেমা সম্মিলিত শিল্প। কেউ একা কোন কাজ করেনা। তবে একজন কাপ্তান তো থাকেনই। যিনি স্বপ্নের গোড়াপত্তন করেন। সবাইকে এক করেন। সাফল্যের মুনাফা ভাগ করে দেন আর আর ব্যর্থতার ক্ষতি মাথা পেতে নেন। তাঁরা পরিচালক। সিনেমার পোস্টারে তাঁদের নাম থাকে বড় অক্ষরে। তাঁরাই সবচেয়ে ভালো বলতে পারেন সিনেমা আসলে কীভাবে তৈরি হয়। তাই তাঁদের সাথেই জম্পেশ সিনেমার আলাপ।
বিভিন্ন সময় বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নেয়া সাক্ষাৎকারগুলো অনুবাদ করা হয়েছে বাংলায়। এসব চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে রয়েছেন সত্যজিৎ রায়, ক্লদ শ্যাব্রল, উডি অ্যালেন, ফ্রান্সিস ফোর্ড কপোলা, ব্রায়ান ডি পালমা, টেরি গিলিয়াম, মার্টিন স্করসেসি, ল্যারি ক্লার্ক, ডেভিড লিঞ্চ, গাস ভ্যান স্যান্ট, আলেক্সান্ডার পেন, কুয়েন্টিন তারান্তিনো, সুজয় ঘোষ, ড্যারেন অ্যারোনফস্কি, ওয়েস অ্যান্ডারসন।
অনুবাদকদের পরিচিতি : ফাহিম ইবনে সারওয়ার এর জন্ম এবং বেড়ে ওঠা বরিশালে। বড় হয়ে ওঠা জাহাঙ্গীরনগরে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন টেলিভিশন ও চলচ্চিত্র নিয়ে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অপরিচিত পরিচয়ে’ প্রকাশিত হয় ২০১৫ সালে। টেলিভিশনের জন্য নাটক লিখেছেন। সামি আল মেহেদী পেশায় সাংবাদিক, পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় শুরু থেকেই জড়িয়েছেন পেশাদার সাংবাদিকতা এবং চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে। সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র, চিত্রকলা, রাজনীতি, খেলাধূলা, বিজ্ঞাপন, গণমাধ্যম- আগ্রহ আছে সবকিছু নিয়ে।
বর্তমান পেশা সাংবাদিকতা। ১৯৮৭ সালের ২৮ নভেম্বর বরিশালে জন্ম। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (৩৬তম ব্যাচ) এবং টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে। উচ্চমাধ্যমিক শিক্ষা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে। টেলিভিশনের জন্য নাটক লিখেছেন। ২০১৫ সালে বেরিয়েছে প্রথম কাব্যগ্রন্থ অপরিচিত পরিচয়ে।