"ফেরেশতা ও জিন-শয়তানের বিস্ময়কর ইতিহাস" বইটির সম্পর্কে কিছু কথা: গ্রন্থটির নাম দেখে বিজ্ঞ পাঠকমহল কৌতূহলী হতে পারে! তারা ভাববেন ফেরেশতা, জিন ও শয়তানের আবার ইতিহাস আছে নাকি? হ্যা অবশ্যই ফেরেশতা, জিন ও শয়তানের বিস্ময়কর ইতিহাস আছে। মানব জাতির ইতিহাস অপেক্ষা এদের ইতিহাস আরাে চমকপ্রদ। ফেরেশতাদের উপর বিশ্বাস করা মুসলমানের উপর ফরয। বিশেষ এক মাখলুক ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করবে না তা হতেই পারে না। ফেরেশতার সংখ্যা কত, তা মহান সৃষ্টিকর্তা ব্যতীত কোন সৃষ্টি জানে না। এদের যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তিনি সে কাজেই নিয়ােজিত আছেন। ক্ষণিকের জন্যও তারা অন্য কোন কাজ করেন না এবং করতে পারবেনও না। কাম, ক্রোধ, লােভ মানুষের স্বভাবজাত ধর্ম। কিন্তু ফেরেশতারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র। মানবজাতির মধ্যে অনেকেই ফেরেশতার অস্তিত্বে বিশ্বাস করে না। কারণ তাদের অনেকে জড় পূজারী। জিন ও শয়তান মূলত একই জাতি। এরা ভিন্ন কোন জাতি নয় । শয়তান জিনদেরই অন্তর্ভুক্ত। আমরা যাকে শয়তান বলি তার পিতামাতা ছিল জিন জাতিভুক্ত। সে তার সাধনাবলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছিল। তখন তার নাম হয় আযীল। পরবর্তীতে জিন জাতির নাফরমানী ও সীমাতিরিক্ত বাড়াবাড়ির কারণে আযীল ও ফেরেশতারা ঐক্যবদ্ধ হয়ে জিনদের অধিকাংশ সদস্য ধ্বংস করে ফেলে। যারা বনে-জঙ্গলে পালিয়ে যেতে পেরেছিল তাদের থেকে বংশ বৃদ্ধি পেয়ে আজ জিনের সংখ্যা কত তা আল্লাহ পাক ব্যতীত আর কেউ জানে না। তবে তারা মানুষের সংখ্যা থেকে অনেক বেশী।