তাঁর বিশাল সাহিত্যকর্মের তুলনায় রবীন্দ্রনাথ ছোটোদের জন্য খুব বেশি লেখেননি, কিন্তু যেটুকুই লিখেছেন, তা মৌলিক লেখা এবং তা বাংলা শিশুসাহিত্যকে সাবালক করে তোলে। বড়োদের জন্য লেখা কিছুÑকিছু কবিতা ও গল্পেও ছোটোদের ছবি ও মনের কথা ফুটে উঠেছে। একাকী শিশুর পৃথিবীর ও শিশুর অবাকÑকরা কল্পনাÑরাজ্যের খোঁজ দেন রবীন্দ্রনাথ। এক দরদী পিতৃহৃদয়ের বেদনা এ কবিতাগুলোকে অসাধারণ করে তুলেছে।
ফরিদুর রেজা সাগর শিশু সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব। জন্ম ২২ ফেব্র“য়ারি ১৯৫৫। মা দেশের প্রতিথযশা কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং এদেশের চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক। শিশু সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার ও অন্যান্য পুরস্কার। তাঁর লেখা ‘ছোট কাকু’ সিরিজ বিগত এক দশক ধরে ছোট বড় সকলের কাছে জনপ্রিয়। বড়দের জন্যও লিখেছেন নানা ধরণের বই, যার মধ্যে আছে ‘ভুবন ভ্রমিয়া শেষে’, ‘একজীবনে টেলিভিশন’ ও ‘টেলিভিশন জীবনের সঙ্গী’। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক। চলচ্চিত্র প্রযোজনার জন্য পেয়েছেন দেশে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার, বিদেশেও নানা সম্মাননা ও পুরস্কারে ভুষিত হয়েছেন তিনি। ভ্রমণ তার একটি প্রিয় শখ। তিনি এ পর্যন্ত বিশ্বের প্রায় শতাধিক দেশ ভ্রমণ করেছেন।
Faridur Reza Sagar শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক ফরিদুর রেজা সাগরের জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৫৫ । মা প্ৰখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা বাংলাদেশের প্রথম চলচ্চিত্ৰবিষয়ক পত্রিকা সিনেমা’র সম্পাদক এবং এদেশের প্রথম শিশুচলচ্চিত্র ‘প্রেসিডেন্ট” এর নির্মাতা ফজলুল হক । ‘প্রেসিডেন্ট’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন ফরিদুর রেজা সাগর। শিশুসাহিত্যিক হিসেবে ফরিদুর রেজা সাগরের খ্যাতি দু'দশক ধরে। ছোটবেলা থেকে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, চাঁদের হাট এবং বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি শিশুকিশোর উপযোগী বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ইমপ্রেস গ্রুপের পরিচালক। এক সময় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথেও যুক্ত ছিলেন। এখনও পত্রপত্রিকায় তিনি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকেন। তিনি ছোটদের পত্রিকা ‘টইটুম্বর’এর পরিচালনা পর্ষদের সদস্য। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কারসহ পেয়েছেন শিশু একাডেমীর অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার এবং ইউরো শিশুসাহিত্য পুরস্কার ২০০৫। এছাড়াও পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্ৰ সাংবাদিক সমিতি পুরস্কার (বাচসাস), কালচারাল রিপোর্টার্স এ্যাওয়ার্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০২) সহ জাতীয় পর্যায়ে আরো অনেক পুরস্কার।