“ইসলামী গল্প সিরিজ-২” বইটি সম্পর্কে কিছু কথাঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহপাকের জন্যে। যিনি আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং মহামানব, মহান নেতা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। দরূদ ও ছালাম প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং তাঁর পরিবার পরিজন ও সাহাবাগণের ওপর। মানুষ সাধারণত গল্প, কাহিনী, মর্মস্পর্শী ঘটনার প্রতি একটু বেশী আগ্রহী হয়ে থাকে এবং পড়তে মানুষ আনন্দ পায়। বর্তমান বাজারে অসংখ্য গল্প, কাহিনীর বই আছে, যা চরিত্র বিধ্বংসী এবং অশ্লীল বাক্য দিয়ে সাজানাে। যা পাঠদানের মাধ্যমে আমাদের সুশীল সমাজ সাময়িক আনন্দ ভােগ করে থাকে। কিন্তু এগুলাে পাঠ দানে মানবীয় কোমল চরিত্রকে চরিত্রহীন করে তােলে। তাই আমার মনে এ চিন্তার উদ্ভব হয় যে, কিভাবে মানব সমাজকে সঠিক পথে আনা যায়। এর পরেই আমি দীর্ঘদিন হতে মর্মস্পর্শী গল্প সংগ্রহ করতে থাকি। আর এ গল্পগুলাে দিয়ে একটি বই তৈরী করি, যার নামকরণ করা হয় “গল্পে গল্পে উপদেশ, ইসলামী গল্প সিরিজ”। গল্প সিরিজের প্রথম খণ্ড প্রকাশ হওয়ার পর এর ব্যাপক চাহিদা হওয়ায় দ্বিতীয় খণ্ড সংকলনের প্রয়ােজনীয়তা মনে করে কাজ শুরু করি। মহান আল্লাহ্ পাকের অশেষ মেহেরবাণীতে দীর্ঘ দিন পরিশ্রমের পর আজ গল্প সিরিজের এই বইটি পাঠকের হাতে তুলে দিতে পেরে মহান আল্লাহ্ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আশা রাখি, এ বইটি পাঠদানে আমাদের সুশীল সমাজকে চরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে এবং বইটি চরিত্র গঠনমূলক একটি অসাধারণ বই যা সমাজের ছেলে-মেয়ে এবং সর্ব সাধারণের মন-মানসিকতাকে মহান আল্লাহ্ পাকের দিকে আকৃষ্ট করে দিবে। তাই বইটি বাজারের অন্যান্য গল্পের বই হতে অনন্য ও অপূর্ব। হে আল্লাহ! আপনি আমার এ সামান্য শ্রমটুকু কবুল করে নিন। আমিন!