সংবাদপত্রের জগতে সাপ্তাহিক ম্যাগাজিনের একটা উল্লেখযােগ্য ভূমিকা রয়েছে। বাংলাদেশেও এই ভূমিকা আমরা প্রত্যক্ষ করেছি। বিভিন্ন সময় জাতির ক্রান্তিলগ্নে সাপ্তাহিক পত্রিকাগুলাে বিভিন্ন উপায়ে দিকনির্দেশনা দিয়ে থাকে। এছাড়া সাপ্তাহিক ম্যাগাজিনে সপ্তাহশেষে একই সঙ্গে সপ্তাহের সকল খবর ও বিশ্লেষণ পাওয়াও পাঠকের জন্য কম পাওনা নয়। | সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশ সংবাদপত্রের সূচনালগ্ন থেকেই রয়েছে। বরং দৈনিক পত্রিকা এসেছে পরে। সাপ্তাহিক প্রকাশনায় পাঠক বিভিন্ন ধরনের খবরের নেপথ্য ঘটনা ও খুঁটিনাটি বিষয় জানতে আগ্রহী। পাঠকের সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে সাপ্তাহিক ম্যাগাজিনের সকল সাংবাদিককেই বিশেষভাবে সংবাদ সংগ্রহে তৎপর থাকতে হয়, সংবাদ সূত্রকে বাড়তি প্রশ্ন করে খবরের পেছনের খবর বের করে আনতে হয়। সাপ্তাহিক ম্যাগাজিনে প্রকাশিত খবরের ধরন, শব্দ নির্বাচন, নৈতিকতা, যথার্থতাএগুলাে সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশনার কৌশল’ নামের ম্যানুয়াল গ্রন্থটিতে স্বনামখ্যাত সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দী তুলে ধরেছেন। আমাদের দেশে এ ধরনের গ্রন্থের অভাব লক্ষ্য করা যায়। সে দিক থেকে এ গ্রন্থটির যথেষ্ট উপযােগিতা থাকবে।