“মুঈনুল হুজ্জাজ (হজ্জ গাইড)" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ হজ্জ ইসলামের পঞ্চম ভিত্তি এবং ইসলামের বড় বড় নিদর্শনের অন্যতমও বটে। যেহেতু হজ্জ পালনের সুযােগ অনেকের জীবনে একবারই হয়ে থাকে, সেহেতু এতে কোন ত্রুটি থেকে গেলে তা পূরণের আর সুযােগ হয় না। সে কারণে অতি গুরুত্ব ও সতর্কতার সাথে হজ্জের আহকাম ভালভাবে জেনে তা পালন করা উচিত, অন্যথায় ক্ষেত্র বিশেষে হজ্জ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। | সুন্নত অনুসারে সঠিকভাবে পবিত্র হজ্জ পালনের প্রয়ােজনীয় নিয়মাবলী উল্লেখসহ হজ্জের সফরে নামাযের নিয়মাবলী, বদলী হজ্জ, দম বা কাফফারা এবং মহিলাদের হজ্জ সংক্রান্ত বিষয়ের ধারাবাহিক বিস্তারিত বিবরণ দ্বিতীয় সংস্করণে নতুনভাবে সংযােজন করা হয়েছে। বে অল্প শিক্ষিত অতি সাধারণ একজন মানুষও যেন পবিত্র হজ্জ পালনকালে কোন স্তরে কোন প্রকার অসুবিধায় না পড়েন এবং পবিত্র হজ্জের প্রস্তুতি পর্ব হতে শেষ পর্যন্ত হজ্জ, উমরাহ্ ও মদিনা শরীফে রওজায়ে আতহারের যিয়ারত সংক্রান্ত যাবতীয় জরুরী ও প্রয়ােজনীয় করণীয় ও বর্জনীয় বিষয়গুলাে সঠিকভাবে জেনে ও বুঝে সুন্নত মােতাবেক সুষ্ঠুভাবে পবিত্র হজ্জ পালন করে দেশে নিজ বাড়ীতে ফিরে আসতে পারেন সে দিকে খেয়াল রেখে মুঈনুল হুজ্জাজ দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলাে।