“ছোটদের হজরত মোহাম্মদ (সা:)” বইয়ের হুঁশিয়ারি হজরত মোহাম্মদের নামের পর – ‘সাল্লাল্লাহু আলায়হে ওয়াসাল্লাম’- এই ক’টি কথা বলার নিয়ম।মনে মনে বললেও চলে।কথা ক’টির মানে – তাঁর ও্রপর আল্লাহর শান্তি নেমে আসুক!হজরতের ওপর এইভাবে শান্তির জন্যে প্রার্থনা করতে হয়, কেন জানো?কেননা- • মানুষের তিনি পরম বন্ধু ছিলেন। • মানুষ তাঁর ওপর ভীষণ,অসহ্য জুলুম চালিয়েছে; কিন্তু তিনি কখনো তার প্র্রতিশোধ নেননি, কখনো তার প্রতিশোধ নেননি, কখনো তাকে সেজন্যে অভিশাপ দেননি; বরং তাকে ভাইয়ের মতো ভালোবেসেছেন,তার মঙ্গলের জন্যে প্রার্থনা করেছেন। • তিনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন; কিন্তু এই ধর্ম মানতে কাউকে কখনো জোর করেননি।যে তাঁর ধর্ম না মেনেছে, তাকেও তিনি সমান ভালোবাসা দিয়ে গেছেন। • সারা জীবন তিনি সাধারণ গরিবের মতো দিন কাটিয়েছেন।যখন তিনি আরব দেশের রাজা হলেন, তখনো তিনি গরিবের পোশাকে থাকতেন,গরিবের খাদ্য খেতেন,গরিবের মতো সামান্যে বাস করতেন। • গরিব অবস্থায় থেকেই তিনি মানুষের মঙ্গল করতেন। সারা জীবন তাঁর এইভাবে কেটেছে।সকলের ভালোর জন্যে,মানুষে মানুষে শান্তি আর মিলমিলাপের জন্যে জীবনভর তিনি চেষ্টা পেয়েছেন। তাই তিনি ছিলেন শান্তির দূত,সত্যের নবী, করুণার ছবি।তাই তাঁর জন্যে খোদার কাছে সবারই শান্তি চাওয়াই উচিত। নয় কি? আরেকটা কথা। এই বইয়ে আরবি ও পারসি শব্দ বা নামের ভেতর যেখানে ‘স’ ব্যবহার করা হয়েছে, সেখানে অক্ষরটির উচ্চারণ প্রায় ‘ছ’-এর (ইংরেজি S-এর)মতো করা চাই।নইলে ভুল হবে। কয়েকটি প্রয়োজনীয় তারিখ হজরত মোহাম্মদের জন্ম…………… ৫৭০খ্রিষ্টাব্দ বিবি আমিনার মৃত্যু…………………৫৭৬ খ্রিষ্টাব্দ বিবি খদিজা ও হজরতের বিবাহ.……..৫৯৫ খ্রিষ্টাব্দ স্বর্গের প্রথম বাণী…………..……….৬১০ খ্রিষ্টাব্দ আবু তালেব ও বিবি খদিজার মৃত্যু…....৬২১ খ্রিষ্টাব্দ মক্কা খেকে মদিনায় হিজরত………….৬২২ খ্রিষ্টাব্দ হজরতের মক্কা জয়……..…………..৬৩০ খ্রিষ্টাব্দ মৃত্যু ……......…………………….৬৩২ খ্রিষ্টাব্দ