লেখক ব্রি জে ড এম সাখাওয়াত হোসেন (অব) বরারবই তার লেখা সমূহ সহজ সরল ভাষায় উপস্থাপন করে থাকেন।যা পাঠকের জন্য বেশ ভালো একটা দিক বলতেই হয়।ইতিহাসের হাজারো প্যাচানো তথ্য সমূহ সরলরেখার ন্যায় সাবলীলভাবে উপস্থাপন হয়ত,অনেককেই ইতিহাসের প্রতি আগ্রহী করে তুলবে। ভ্রমণকাহিনী নির্ভর বইটি লেখকের পাটনা,বৌদ্ধগয়া,রাজগীর,পশ্চিমবঙ্গ ভ্রমণের উপরে নির্ভর করে লেখা হয়েছে।এর পূর্বেও দুটো ভ্রমণকাহিনী প্রকাশ পেয়েছিলো লেখকের।যথারীতি ইতিহাসকে আশ্রয় করে রচিত বই এটি। সাধারণত,লেখক যেসকল স্থানে ভ্রমণ করে থাকেন;তার পূর্বোক্ত সকল ইতিহাস লিপিবদ্ধ করতে চেস্টা করেন।হয়তবা তার পাঠকদের জন্যও বা এমনটি করে থাকতে পারেন! ঢাকা থেকে বিমানে করে কলকাতা দশ দিনের সফরে যাত্রা শুরু করেন লেখক তার বন্ধুবর দুজনকে সাথে নিয়ে।যদিও,তার স্ত্রী পূর্বে থেকেই ভারতে অবস্থান করছিলো।কলকাতা হয়ে হুগলী মাড়িয়ে সেই ইতিহাস সমৃদ্ধ ব্যারাকপুর,মান্না দে'র কফি হাউস দেখা হয়েছে।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি,পলাশীর প্রান্তর,মুর্শিদাবাদ,নবারের সমাধিস্থল আরো অনেক কিছুর বর্ণনা বইটিতে স্থান পেয়েছে।হঠাৎ করে পাঠকের চোখে কিছু বিষ্ময়কর তথ্যও চোখে পড়তে পারে।যেমনঃ পিঁপড়াদের খাবার দেয়া জনৈক ভদ্রলোকের সঙ্গে দেখা।খুবই চমকপ্রদ তথ্য বটে। ইতিহাসের প্রতি ভালোবাসা থেকে পাঠকমাত্রই বইটি হাতে তুলে নিতে পারেন।লেখকের সাবলীল বর্ণনা হয়তবা আপনার মনের জগতে ঐতিহাসিক জায়গা সমূহের চিত্র তৈরিতে সহায়তা করতেও পারে! প্রচ্ছদে,সম্রাট শাহ আলমের হাত হতে লর্ড ক্লাইভের সুবে বাংলার দেওয়ানী প্রাপ্তি(সম্মুখ) এবং পলাশীর রণক্ষেত্রে উভয় পক্ষের সেনা বিন্যাসের স্কেচ ম্যাপ(পেছনের অংশ) ফুটিয়ে তোলা হয়েছে।
Brigedier J.M. Sakaoat Hosen Ret. ১৯৪৮ সনের ১ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সনে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং দেশ স্বাধীন হওয়ার পর প্রায় দু’বছর পাকিস্তানের বন্দি শিবিরে কাটিয়ে ১৯৭৩ সনে দেশে প্রত্যাবর্তন করেন এবং ১৯৭৫ সনের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ৪৬ ব্রিগেডে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৭৯-৮১ সনে ঢাকায় সেনাসদরে গুরুত্বপূর্ণ পদে অপারেশন ডাইরেক্টরেট নিয়োজিত হন। পরে তিনি ব্রিগেডের অধিনায়ক হিসেবে দুটি ইনফেনট্রি ব্রিগেড ও একটি আর্টিলারি ব্রিগেডের অধিনায়ক ছিলেন। লেখক বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কৃতিত্বের সাথে সম্পন্ন করে দ্বিতীয়বারের মত আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশ্ববিখ্যাত ইউ এস এ কমান্ড অ্যান্ড স্টাফ জেনারেল কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স এ ডি সি ইসলামাবাদ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স এবং ২০১১ সনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্, ঢাকা থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি দেশী-বিদেশী বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিরাপত্তা, ভূ-রাজনীতি এবং রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম ও বইয়ের লেখক হিসেবে অধিক পরিচিত। এ পর্যন্ত তার তেইশটি বহুল পঠিত বই প্রকাশিত হয়েছে। তা ছাড়া দেশী-বিদেশী ইলেকট্রনিক মিডিয়ায় নিরাপত্তা ও ভূ-রাজনীতি এবং নির্বাচন বিষয়ে বিশ্লেষক হিসেবে সুপ্রতিষ্ঠিত। ২০০৭ সনের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১২ সনের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রয়েছে। ২০০৮ সনের জাতীয় এবং স্থানীয় সরকারের পাঁচ হাজারের বেশি নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা।