ভালোবাসা এক দুই তিন- বইয়ের ফ্লাপের লেখা টালিগঞ্জের সিরিয়ালে দেখা যায় পিয়াকে, শুরুতে ছােট রােলে। আর এখন তাে কো-হিরােইন হতে চলেছে। এক নামী ফিল্ম ডিরেক্টরের প্রিয় পাত্রী সে। কিন্তু পিয়ার জীবনে আর একজন পুরুষ এলাে। উল্টোডাঙা থেকে অটোতে ফেরার পথে পরিচয় ওর সঙ্গে। চেক-শার্ট গায়ে। বেশ শক্ত সমর্থ। ওকে ভালাে লাগল পিয়ার। লােকটা যেচে আলাপ করল তার সঙ্গে। বলল—শুনেছি সিরিয়াল করেন। যদি আমাকে একটা চান্স পাইয়ে দিতেন, কথায় হিন্দি টান। পিয়া শুধােল আপনি বাঙ্গালী? নাহ, ইউ.পি.র লােক। ফেরার পথে মাঝে মাঝে দেখা হয়। একদিন পথের মধ্যে অটো বিকল। দুজন যাত্রী নেমে গেলেন। রইল পিয়া । আর ওই লােকটি তার গা ঘেঁষে পিয়ার হাতের আঙুলগুলি ওর মুঠিতে হঠাৎ লােকটা ওর কোমরটা পেঁচিয়ে ধরে পিয়ার নরম ঠোটের ওপর তার নিম্নোষ্ঠটা চেপে রাখল। কি শক্তি ওর আর কি উষ্ণতা দেহে যেন একশত দুই ডিগ্রি জ্বর গায়ে। গন্তব্যে নেমে পিয়ার লজ্জা করছিল ওর দিকে তাকাতে। তবু মুখ নীচ করে শুধােল,—কোথায় চাকরি ? সে বলল,—চাকরি তাে করি না। আমি স্টুডেন্ট—বি. কম. সেকেন্ড ইয়ার। আর বয়স? পিয়া শুধােল। সে বলল,—একুশ। আমার কিন্তু তিরিশ পিয়া জবাব দিল। সে বলল,—তাতে কি? বয়সটা কোনাে ব্যাপার নয়। তুমি এক যৌবনবতী নারী আর আমি শক্তসমর্থ পুরুষ। তাই পরিচয় আর মিলনে বাধা কোথায় ? সূচি সে আমি ও প্রেম.......৯ মাঝে মাঝে বউ........৬৯ জীবনে যা ঘটে.........১১১
Debol Debborma ভন্ম ওড়িশার ঝাড়সুগদায় মাতামহের বাসস্থলে। পিতা চণ্ডীচরণ চট্টোপাধ্যায়ের ছিল বদলির চাকরি। সেই সুবাদে শৈশব-কৈশাের কেটেছে দূর মফঃস্বলের স্থান থেকে স্থানান্তরে। মেদিনীপুরের পাঁচটি স্কুলে ক্লাস নাইন পর্যন্ত পড়া। সালকিয়া অ্যাংলাে-সংস্কৃতি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন। বেলুড় ও বাঁকুড়ায় আই. এস-সি.। বাঁকুড়া ক্রিশ্চান কলেজ থেকে স্নাতক। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। কর্মজীবনের সূচনায় স্কুল-মাস্টারি। মফঃস্বল এবং কলকাতার স্কুলে। মাস কয়েক এ. জি. বেঙ্গলের চাকরি। তারপর ড. বি. সি. এস. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাণিজ্যকর আধিকারিক সহকারী কমিশনার হওয়ার পর অবসর। বর্তমান নিবাস সল্ট লেকে। কলেজ জীবন থেকেই সাহিত্যরচনায় ঝোক। প্রবাসী আয়ােজিত এক গল্প। প্রতিযােগিতায় জীবনের প্রথম বড়দের গল্প। সেই গল্পে বিশেষ পুরস্কারের সম্মান। এরপর থেকে নিয়মিত লেখালেখি। প্রথম অজিত চট্টোপাধ্যায় এই স্বনামে, পরে দেবল দেববর্মা ছদ্মনামে। প্রকাশিত গ্রন্থ প্রায় ৬০ এর অধিক। বেতারে-দূরদর্শনে একাধিক কাহিনির সম্প্রচার, নাটক সিরিয়াল রূপে। পছন্দ দূরভ্রমণ, সবুজ রঙ।