পেটের ভেতর ক্ষিধেটা বেশ পাক দিয়ে উঠছে। খাওয়া বলতে গতকাল রাতে বাসে বসে একটা বনরুটি আর কলা। এখন তো মোটামুটি দুপুর। আকাশের দিকে তাকিয়ে আন্দাজ করে আপন। সুতরাং ক্ষিধের কী দোষ! ভোররাতে বা... See more
‘আপন নিবাস’ বইটি তাহমিনা খলিল এর লেখা একটি সমকালীন উপন্যাস । বর্তমানে সাহিত্যের এ যুগে অনেকেই লেখালেখি করে পাঠক মনে যায়গা করে নিচ্ছেন , তাহমিনা খলিল একজন তাদের মধ্যে । তার জন্ম আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে । পড়াশোনা করেছেন এম এস এস ডিপ এন এড রিসার্চ ফেলো , টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজী জাপানে । বর্তমানে তিনি ভিকারুননেসা নুন স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক । তিনি গল্প , কবিতা থেকে শুরু করে শিশুতোষ গল্প সব কিছুই লিখেছেন । লেখালেখির স্বীকৃতিস্বরুপ তিনি ২০১১ সালে শিশু সাহিত্য কবি রকি পুরষ্কার পেয়েছেন । তার লেখা আপন নিবাস বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের নভেম্বর মাসে । বইটি প্রকাশিত হয় পাঞ্জেরী পাবলিকেশন্স লিঃ প্রকাশনী থেকে । বইটির প্রচ্ছদ করেছেন রাজীব রাজু । আপন বইয়ের মুল চরিত্র , সে একজন শিক্ষক পিতার সন্তান । তার জীবনে ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা , গাড়ি দুর্ঘটনা। সে সেই দুর্ঘটনায় নিজের চোখের সামনেদাউ দাউ করে পুড়ে যেতে দেখেছে তার বাবা মা কে । চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনা সে ভুলতে চাইলেও ভুলতে পারে না , ভোলা যায় না , দুঃস্বপ্ন হয়ে হানা দেয় মাঝে মাঝে তার স্বপ্নে । কৈশর ছেড়ে যৌবনে আসে সে , কিন্তু একাকিত্ব আর শুন্যতা তাকে তাড়িয়ে বেড়ায় , দুইবার এস এস সি পরীক্ষায় ড্রপ দেয় সে , আত্মীয় স্বজনের থেকে পালিয়ে বেড়ায় সে। সে সকল কিছু থেকেই নিজেকে গুটিয়ে নিতে চায় , চলে আসে তার নিয়তির টানে সোহাগী গ্রামে । এখানেই শুরু হয় তার জীবনের দ্বিতীয় অধ্যায় । সে খুজে পেতে চায় নিজের অস্তিত্ব কে । অসাধারন এ উপন্যাস সকলের মন ছুয়ে যাবে না নির্দিধায় বলা যায় ।