মরাবাড়ির নাম শুনলেই ভয়ে আঁৎকে ওঠে সবাই। রাতেরবেলা এ বাড়ির আশপাশে যাওয়ারও সাহস হয় না কারো। কিন্তু মরাবাড়িকে ঘিরে এতো আতঙ্ক কেন? কী আছে এ বাড়িতে? হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় মরাবাড়ির কেয়ারট... See more
মরাবাড়ির নাম শুনলেই ভয়ে আঁৎকে ওঠে সবাই। রাতেরবেলা এ বাড়ির আশপাশে যাওয়ারও সাহস হয় না কারো। কিন্তু মরাবাড়িকে ঘিরে এতো আতঙ্ক কেন? কী আছে এ বাড়িতে? হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় মরাবাড়ির কেয়ারটেকার। তার নিখোঁজ-রহস্য উদঘাটন করতে মরাবাড়িতে আসে রাজিন। দাদা তাকে বলেন রাতে যেন কোনোভাবেই জানালা খোলা না রাখে। দাদার কথা অমান্য করে জানালা খোলা রাখে রাজিন। গভীররাতে সে কারো ফোঁপানোর শব্দ শুনে তাকিয়ে দেখে কে যেন দাঁড়িয়ে আছে জানালার বাইরে। সাদা কাপড়ে মুখ ঢাকা। আরেক রাতে একা একা জানালা বন্ধ করতে যায় রাজিনের বন্ধু ইভান। এসময় সে দেখতে পায় দূরে কে যেন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। হঠাৎ লম্বা একটি হাত এসে চেপে ধরে তার গলা। তারপর...
‘মরাবাড়ির আত্মা’ ইকবাল খন্দকার এর লেখা একটি বই । লেখক ইকবাল খন্দকার এর স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাবলা গ্রামে । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করেছেন । এই পর্যন্ত তার লেখা মোট ৫৩ টি বই প্রকাশিত হয়েছে ।তার লেখা মরা বাড়ির আত্মা বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস এ । বইটি প্রকাশিত হয় কথাপ্রকাশ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক জসিম উদ্দিন । প্রচ্ছদ ডিজাইন করেছেন ধ্রুব এষ । ইকবাল খন্দকার নানা ধরনের গল্প উপন্যাস লিখেছেন , কিছু আছে হাস্যরসের বই , কিছু শিশুতোষ উপন্যাস , আবার কিছু রয়েছে ভৌতিক উপন্যাস । মরাবাড়ির আত্মা বইটি তার লেখা অসাধারন একটি ভৌতিক উপন্যাস । একটি বাড়ি কে নিয়ে লেখা হয়েছে বইটি , বাড়িটি প্রচন্ড রহস্যময় । বাড়িটিকে মরা বাড়ি বলে বইটিতে আখ্যায়িত করা হয়েছে । মরাবাড়ির নাম শুনলেই ভয়ে আঁৎকে ওঠে সবাই। রাতেরবেলা এ বাড়ির আশপাশে যাওয়ারও সাহস হয় না কারো। কিন্তু মরাবাড়িকে ঘিরে এতো আতঙ্ক কেন? কী আছে এ বাড়িতে? হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় মরাবাড়ির কেয়ারটেকার। তার নিখোঁজ-রহস্য উদঘাটন করতে মরাবাড়িতে আসে রাজিন। দাদা তাকে বলেন রাতে যেন কোনোভাবেই জানালা খোলা না রাখে। দাদার কথা অমান্য করে জানালা খোলা রাখে রাজিন। গভীররাতে সে কারো ফোঁপানোর শব্দ শুনে তাকিয়ে দেখে কে যেন দাঁড়িয়ে আছে জানালার বাইরে। সাদা কাপড়ে মুখ ঢাকা। আরেক রাতে একা একা জানালা বন্ধ করতে যায় রাজিনের বন্ধু ইভান। এসময় সে দেখতে পায় দূরে কে যেন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। হঠাৎ লম্বা একটি হাত এসে চেপে ধরে তার গলা । কি হয়েছিল এর পরে ? রাজিন আর তার বন্ধু ইভান কি পারবে এই মরাবাড়ির রহস্যের সমাধান করতে ? জানতে হলে পড়তে হবে অসাধারন এ ভৌতিক উপন্যাস টি । পাঠকদের নিকট ভাল লাগবে বইটি তা নিঃসন্দেহে বলা যায় ।
Read More
Was this review helpful to you?
By Fahmida Faiza,
01 Jun 2021
Verified Purchase
বইটি খুবই অসাধারণ। যেমন ইন্টারেস্টিং তেমনি রহস্যময়।একদম আমার পছন্দের মতো একটি বই।