‘মনোসন্ধি মানসিক চাপ মোকাবিলার সহজ উপায়’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ এই বইয়ে মানসিক চাপ, তার উৎপত্তি, প্রভাব এবং মোকাবিলার কৌশল খুব সহজ-সরল ভাষায় বলার চেষ্টা করা হয়েছে। বইটিতে অসংখ্য উদাহরণ আর চর্চার কৌশল রয়েছে, যা অনুশীলনের ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। বইটিতে মানসিক চাপ ও তার ব্যবস্থাপনা নিয়ে সামগ্রিক ধারণা রয়েছে। চাপ মূলত একধরনের চাহিদা এবং সেই চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় জোগানের ঘাটতির ফলেই সৃষ্ট। চাপ ব্যবস্থাপনার জন্য শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষেত্রগুলোতে কাজ করতে হয়। এই তিনটি স্তরে চাপ ব্যবস্থাপনার কৌশলগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া চাপ মোকাবিলায় ভার্চুয়াল জগৎ ব্যবস্থাপনা নিয়েও আলাদা একটি অধ্যায় রয়েছে। সামগ্রিকভাবে বইটি ছাত্র, চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী- সকল স্তরের পাঠকের কাজে আসবে। সূচিঃ ১. আপনি কেমন আছেন ১৩ ২. মানসিক চাপ কী ১৭ ২.১ চাপের উৎস বা কারণ কী ২০ ৩. মানসিক চাপের প্রভাব ২৬ ৪. মানসিক চাপ ব্যবস্থাপনার মূলনীতি ৩২ ৪.১ শারীরিক ব্যবস্থাপনা ৩৫ ৪.২ মানসিক ব্যবস্থাপনা ৩৯ ৪.২.১ চিন্তা ও বিশ্বাসের ত্রুটি ৩৯ ৪.২.২ জিনিস যেমন দামও তেমন ৪৬ ৪.২.৩ ‘না’ বলার অভ্যাস করুন ৫০ ৪.২.৪ ইতিবাচক মনোভাব লালন করুন ৫৮ ৪.২.৫ রিলাক্স বা শিথিল হতে শিখুন ৬১ ৪.২.৬ দেহের সাথে মনের সন্ধি ৬৯ ৪.২.৭ মানসিক শক্তির রিচার্জ করবেন যেভাবে ৭২ ৫. সামাজিক ব্যবস্থাপনা: দশের লাঠি, একের বোঝা ৭৮ ৬. চাপ মোকাবিলায় ভার্চুয়াল জগৎ ব্যবস্থাপনা ৮১ ৭. নিজের যত্ন ৮৭ ৮. সারমর্ম ৯১ পরিশিষ্ট মানসিক স্বাস্থ্য পেশায় নিয়োজিতদের কাজ ৯৩ ক্লায়েন্ট হিসেবে আপনার অধিকার ৯৬ ভূমিকাঃ মানসিক চাপ নাগরিক জীবনের নিত্যদিনের সঙ্গী। মানসিক চাপহীন জীবন খুঁজে পাওয়া দুষ্কর। সাধারণত কঠিন কোনো পরিস্থিতি সামলে নেওয়ার মতো পর্যাপ্ত মানসিক শক্তি বা দক্ষতা না থাকলে আমরা দিশেহারা হয়ে পড়ি। সহজভাবে বললে মনের এই দিশেহারা অবস্থাই হলো মানসিক চাপ। বলা বাহুল্য, জীবনে কঠিন পরিস্থিতি আসবেই। আবার এসব পরিস্থিতির জন্য যথাযথ মানসিক শক্তি বা দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করার মধ্যেই রয়েছে সমস্যার সমাধান। এখন প্রশ্ন হতে পারে, কীভাবে এই মানসিক শক্তি বা দক্ষতা অর্জন করা যেতে পারে? গভীর আস্থা ও বিশ্বাসের সাথে বলতে পারি, এই প্রশ্নটির নিখাদ উত্তর রয়েছে আজহারুল ইসলামের ‘মনোসন্ধি: মানসিক চাপ মোকাবিলার সহজ উপায়' বইটিতে। বরাবরই খেয়াল করেছি, আজহারের লেখনীতে রয়েছে পাঠককে আঁকড়ে ধরার গতি ও শক্তি। যেকোনো বয়সের মানুষই তার লেখার সাথে নিজের জীবনের সম্পৃক্ততা খুঁজে পাবেন। তার প্রথম বই ‘জাদুকাঠি’ পড়ে অসংখ্য পাঠকের ইতিবাচক সাড়ায় তা-ই মনে হয়েছে। ‘মনোসন্ধি: মানসিক চাপ মোকাবিলার সহজ উপায়’ অত্যন্ত পরিপাটি, তথ্যবহুল ও সহজপাঠ্য। মানসিক স্বাস্থ্যবিষয়ক এই বইয়ের প্রতিটি অধ্যায়ে রয়েছে যত্ন। ও অভিজ্ঞতার ছাপ। মানসিক চাপ, এর উৎস, শরীর ও মনে তার কী প্রভাব পড়ে— সে সম্পর্কে রয়েছে সরল ব্যাখ্যা। দ্বিতীয় অংশে মানসিক চাপ মোকাবিলার জন্য শারীরিক, মানসিক ও সামাজিক- তিন ধরনের ব্যবস্থাপনার নানা পরীক্ষিত কৌশল আলোচনা করা হয়েছে। পর্যাপ্ত তথ্য, উদাহরণ দিয়ে সাবলীলভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, যাতে যে কেউ একবার পড়লেই বিষয়টা বুঝে যাবেন। সেই সাথে রয়েছে মানসিক চাপ মোকাবিলায়..... লেখক পরিচিতি জন্ম: আটোয়ারী, পঞ্চগড় মা আয়েশা খাতুন ও বাবা মো. এমদাদুল হক। পেশা: শিক্ষকতা। এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। নেশা: শেখা এবং শেখানো পড়াশোনা: আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ওয়েসমিনিস্টার (লন্ডন)। প্রকাশিত গ্রন্থ: মানসিক প্রশান্তি আর মর্যাদাপূর্ণ জীবনের জাদুকাঠি (আদর্শ, ২০১৬) সাংগঠনিক তৎপরতা: সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি; আজীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান এলামনাই অ্যাসোসিয়েশন; সদস্য, বাংলাদেশ চাইল্ড এন্ড এডলসেন্স মেন্টাল হেলথ। প্রতিষ্ঠাতা এবং সম্পাদক: মানসিক স্বাস্থ্য নিয়ে অনলাইন ভিত্তিক ম্যাগাজিন মনোযোগী মন । (www.monojogimon.com) ব্যক্তিগত জীবন: বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
কবি আজহারুল ইসলাম স্বপন ১৯৮৫ সালের ১৮মে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আফরান আলী, মাতা আছিয়া খাতুন। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি পঞ্চম। পড়ালেখা: তিনি ১৯৯৬ সালে পুরান কাশিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ২০০২ সালে এস.এস.সি পাস করেন। ২০০৪ সালে নজরুল ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি ও ২০১০ সালে বি.এস.এস. পাস করেন। সাহিত্য চর্চা: তার প্রথম কবিতা ‘নজরুল কে?’ দৈনিক স্বজন পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে ত্রিশাল বার্তা পত্রিকায় তার কবিতা নিয়মিত প্রকাশ হওয়ার পর তিনি তাঁর এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বর্তমানে তার গ্রামে ‘গুজিয়াম আজহার বিদ্যানিকেতন’ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘দেশ, মাটি ও মানুষ’ যা ২০১১ সালে প্রকাশিত হয়। তার দ্বিতীয় প্রকাশিত বই, ‘গল্প থেকে জ্ঞান’ গল্প গ্রন্থটি একুশে বইমেলা-২০২৩ এ প্রকাশিত। এছাড়াও 'পড়ব ছড়া বাড়বে জ্ঞান' নাম আরো একটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায়। তিনি আজীবন বাংলা সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত রাখতে চান।