‘রাতে ফোঁটা ফুল’ আমার তেরতম কাব্যগ্রন্থ। ভালোলাগা আর কবিতার প্রতি তীব্র ভালোবাসা থেকেই লিখতে পছন্দ করি। খুব ছোটবেলা থেকেই কবিতা পড়তাম, পাশাপাশি লেখার চেষ্টা করতাম। বাল্যবিবাহ, সংসার, সন্তান উপেক্ষা করে লিখে চলেছি। নিজেকে তুলনা করি ‘কবি কুসুম কুমারী দাস’ এর সাথে। শ্রদ্ধা রেখে বলছি তার কবি জীবনের সাথে, আমার জীবনী মিলেমিশে একাকার হয়। কবিতার রাজ্যে নিজের উপস্থিতিকে খুব বেশি লোক সম্মুখে উপস্থাপন না করে কবিতার সাধনায় নিজেকে ব্রত রেখেছি। কোন ধরনের দুর্বোধ্যতা নেই আমার কবিতায়। অতন্ত সহজ সরল ভাষা, সহজ চিন্তা, সহজ স্বপ্নে সাজানো আমার কবিতা। পাঠক যেন কখনওই না বলেন, ‘কবিতা বুঝি না’। ‘রাতে ফোঁটা ফুল’ বইটিতে প্রায় ৭০ টি কবিতা আছে। এর বেশির ভাগ কবিতায় জীবনের ভাঙা-গড়া, প্রেম-বিরহ, দেশপ্রেম, বিচ্ছেদ-বিরহ নিয়ে সাজানো। এখানে ‘রাতে ফোঁটা ফুল’-কে আমি দিগন্তের নতুন পথকে বুঝিয়েছি। মনে রাখতে হবে ‘আঁধারেও ফুল ফোঁটে- হতাশার আকাশেও রক্তিম চাঁদ ওঠে।’ যারা কবিতা পড়েন ও কবিতা ভালোবাসেন- যারা কবিতা পড়েন ও কবিতা ভালোবাসেন- তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। এই কাব্যগ্রন্থ-এর কবিতাগুলো সুখপাঠ্য হবে এই আশা রাখি।।
বাউল সম্রাট লালন শাহ্, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাঙাল হরিনাথ, নীল বিদ্রোহের নেত্রী প্যারী সুন্দরী এর কুষ্টিয়া জেলার দহকুলা গ্রামের আস্তানা বাড়ির এক রক্ষণশীল পরিবারে ১৯৭৫ সালের ২ ডিসেম্বর ফাতেমা হক মুক্তা’র জন্ম। বাবা- খন্দকার সিরাজুল হক, মা- সৈয়দা কোহিনূর বেগম। ৯ ভাই-বোন মধ্যে সবার ছোট ফাতেমা হক মুক্তা। খুব ছোটবেলা থেকেই লেখাপড়ার শুরু বড় বোনের বাসায় থেকে ‘কুষ্টিয়া কলকাকলি স্কুলে’। এরপর ‘দহকুলা প্রাইমারী’ ও ‘দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয়’ থেকে এসএসসি পাস করে ঢাকার ‘মিরপুর গার্লস আইডিয়াল কলেজে’ লেখাপড়া করেন। ফাতেমা হক মুক্তা ছোটবেলা থেকেই লেখালেখির পাশাপাশি নিজের পোশাক নিজেই ডিজাইন করতেন। সেই সূত্রেই তার ফ্যাশন ডিজাইনিং এ আসা। দীর্ঘদিন ধরে ‘লালন কন্যা ঘরের পোশাক’ নামে হোমবুটিক নিয়েই আছেন। তেমনি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন লেখালেখি নিয়ে। কাব্য, অনুকাব্য, ছোট গল্প, উপন্যাস সব ক্ষেত্রেই তার সমান বিচরণ। প্রকাশিত সতেরোটি বইয়ের মধ্যে ফাতেমা হক মুক্তা’র প্রথম উপন্যাস ‘উজান গাঙের নাইয়া’ বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিটি জেলার গণগ্রন্থাগারে ২০১৬ সালে ঠাঁই পেয়েছে। ফাতেমা হক মুক্তা বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভালোবাসেন বাংলাদেশকে, খুব ভালোবাসেন নিজের জন্মভূমি কুষ্টিয়াকে। রাজধানীতে বসবাস করলেও ছুটে যান ক্ষণে ক্ষণে মা-মাটির কাছে। নিজ এলাকার গরীব, দুঃখী সবার বিপদে-আপদে পাশে দাঁড়ান, গ্রামের সব ধর্মের মানুষের সাথে তার সু-সম্পর্ক রয়েছে। ভীষণ মানুষ প্রিয় কবি ফাতেমা হক মুক্তা।