clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Fatema Haque Mukta books

follower

ফাতেমা হক মুক্তা

বাউল সম্রাট লালন শাহ্, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাঙাল হরিনাথ, নীল বিদ্রোহের নেত্রী প্যারী সুন্দরী এর কুষ্টিয়া জেলার দহকুলা গ্রামের আস্তানা বাড়ির এক রক্ষণশীল পরিবারে ১৯৭৫ সালের ২ ডিসেম্বর ফাতেমা হক মুক্তা’র জন্ম। বাবা- খন্দকার সিরাজুল হক, মা- সৈয়দা কোহিনূর বেগম। ৯ ভাই-বোন মধ্যে সবার ছোট ফাতেমা হক মুক্তা।
খুব ছোটবেলা থেকেই লেখাপড়ার শুরু বড় বোনের বাসায় থেকে ‘কুষ্টিয়া কলকাকলি স্কুলে’। এরপর ‘দহকুলা প্রাইমারী’ ও ‘দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয়’ থেকে এসএসসি পাস করে ঢাকার ‘মিরপুর গার্লস আইডিয়াল কলেজে’ লেখাপড়া করেন।
ফাতেমা হক মুক্তা ছোটবেলা থেকেই লেখালেখির পাশাপাশি নিজের পোশাক নিজেই ডিজাইন করতেন। সেই সূত্রেই তার ফ্যাশন ডিজাইনিং এ আসা। দীর্ঘদিন ধরে ‘লালন কন্যা ঘরের পোশাক’ নামে হোমবুটিক নিয়েই আছেন। তেমনি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন লেখালেখি নিয়ে। কাব্য, অনুকাব্য, ছোট গল্প, উপন্যাস সব ক্ষেত্রেই তার সমান বিচরণ।
প্রকাশিত সতেরোটি বইয়ের মধ্যে ফাতেমা হক মুক্তা’র প্রথম উপন্যাস ‘উজান গাঙের নাইয়া’ বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিটি জেলার গণগ্রন্থাগারে ২০১৬ সালে ঠাঁই পেয়েছে। ফাতেমা হক মুক্তা বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি ভালোবাসেন বাংলাদেশকে, খুব ভালোবাসেন নিজের জন্মভূমি কুষ্টিয়াকে। রাজধানীতে বসবাস করলেও ছুটে যান ক্ষণে ক্ষণে মা-মাটির কাছে। নিজ এলাকার গরীব, দুঃখী সবার বিপদে-আপদে পাশে দাঁড়ান, গ্রামের সব ধর্মের মানুষের সাথে তার সু-সম্পর্ক রয়েছে। ভীষণ মানুষ প্রিয় কবি ফাতেমা হক মুক্তা।

ফাতেমা হক মুক্তা এর বই সমূহ

(Showing 1 to 18 of 18 items)

Recently Viewed