“টেরর ফ্রম দ্য ডীপস্ অ্যান্ড আদার হরর স্টোরিজ" বইটির ভূমিকা থেকে নেয়াঃ অনেকগুলাে হরর ও ভৌতিক গল্প দিয়ে সাজানাে হয়েছে এবারের বইটি। গল্পগুলাে চমৎকার। পাঠকের ভাল লাগবে। ড্যাডি' গল্পে একটি বাচ্চা এবং তার বাবার যে সম্পর্ক দেখানাে হয়েছে তা চিরন্তন হলেও এর ভৌতিক আবহ গা শিরশিরে অনুভূতি এনে দেয় পাঠকদের মনে। ফায়ার ট্র্যাপ'এর শেষের চমকটির জন্য পাঠক নিশ্চয় প্রস্তুত থাকবেন না! দ্যাট আগলি ম্যান' একটি চমৎকার ভৌতিক গল্প। দ্য হেডলেস হর্সম্যান'ও তাই। রিভেঞ্জ অব অ্যানুবিস’ একটি দুর্দান্ত পিশাচ কাহিনি। রবার্ট ব্লচের এ গল্পটি বহুল পঠিত হলেও তাঁর গল্প ছাড়া সংকলনটি অসমাপ্ত মনে হবে বলেই এটি এ সংকলনে স্থান পেল। একই কথা প্রযােজ্য আরও কয়েকটি হরর গল্পের ক্ষেত্রে। যেমন রিচার্ড ম্যাথিসনের ‘দ্য ডেড সিটি' বা সিনথিয়া ক্লেয়ারের ‘দ্য হরিফাইং এক্সপেরিমেন্টস'এর কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। এডগার অ্যালান পাে’র দুটি গল্পও এ সংকলনে দেয়া হলাে। ‘দ্য উইচেস উপকথা টাইপের হলেও পাঠকদের ভালাে লাগবে ভেবে সংকলনে যুক্ত হলাে। আরেকটি পাঠকপ্রিয় গল্প হলাে ‘দ্য হাঙ্গার যেখানে এক লােক খিদের চোটে তার প্রেমিকাকেই খেয়ে ফেলে! ‘দ্য মিরর'-ও মন্দ নয়! আর সবশেষে ‘দ্য ইভিল ফোর্স নামে যে পিশাচ কাহিনিটি দেয়া হলাে সেটি যথেষ্টই উপভােগ্য। আশা করি বইটি হরর পাঠকদের কাছে উপভােগ্যই মনে হবে।
পাঠকনন্দিত অনুবাদক অনীশ দাস অপু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে এই কৃতি লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর পাস করেন। ছাত্রাবস্থায়ই তিনি দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলোতে অনুবাদক হিসেবে কাজ করতে শুরু করেন, এবং ফিচার, গল্প ও উপন্যাস অনুবাদ করতে থাকেন। অনীশ দাস অপু এর বইগুলো সাধারণত থ্রিলার ও হরর ধাঁচেরই হয়ে থাকে। তবে ক্লাসিক ও সায়েন্স ফিকশনেও অনুবাদেও পিছিয়ে নেই তিনি। অনীশ দাস অপু এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো থিংক অ্যান্ড গ্রো রিচ, আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর (সিডনি শেলডন), দ্য স্কাই ইজ ফলিং (সিডনি শেলডন), সিলেক্টেড মিস্ট্রি স্টোরিজ (আলফ্রেড হিচকক), শ্যাডো অফ দ্য ওয়্যারউলফ (গাই এন স্মিথ), ইলেভেন মিনিটস (পাওলো কোয়েলহো), প্রেত, শাঁখিনী, কিংবদন্তীর প্রেত, আয়নাপিশাচ, পিশাচবাড়ি ইত্যাদি। এ পর্যন্ত তাঁর অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় চার শতাধিক। অনীশ দাস অপু এর বই সমগ্র বাংলাদেশের থ্রিলার ও হরর পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশে পাশ্চাত্য ধারার হরর গল্প ও উপন্যাস লেখার ক্ষেত্রে তিনি যোগ করেছেন এক নতুন মাত্রা, পেয়েছেন তুমুল পাঠকপ্রিয়তা। নিজের মূল পেশা হিসেবে লেখালেখি বেছে নিলেও অনীশ দাস অপু যুক্ত আছেন সাংবাদিকতার সাথেও। ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার সিনিয়র সাব-এডিটর হিসেবে কাজ করেছেন এই কৃতি অনুবাদক ও লেখক।