"নিরুদ্দেশ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ নিরুদ্দেশ আমার লেখা প্রথম উপন্যাস। ফেসবুকে ছােট ছােট স্ট্যাটাস লেখা, আর উপন্যাস লেখার মধ্যে আকাশ পাতাল ফারাক। গল্প কিভাবে সাজাতে হয়, ডায়ালগ কিভাবে লিখতে হয়, তিন জনের কথা কিভাবে সাজাতে হয়, তার কিছুই না জেনে লিখে ফেললাম এই সাদামাটা উপন্যাস নিরুদ্দেশ। আমি জানি পাঠকরা প্রতি পাতায় পাতায় ভুল খুঁজে পাবেন। আমি লেখক হবাে তা জীবনেও চিন্তা করি নাই, বই মেলায় আমার বই বের হবে, এটা আমার কল্পনারও অতীত এক বিষয়। আমি জানি এই উপন্যাসের কোনাে সাহিত্যমূল্য নেই, আমি জানি এটা নিয়ে বিজ্ঞজনেরা কখনাে আলাপ আলােচনা করবেন না, আমি জানি অনেকেই এটাকে ‘কি সব বস্তা পচা লেখা’ বলবেন, অনেকেই বলবেন “ধুর, টাকাটাই জলে গেল’, আমি তাদের কাছে সত্যিই ক্ষমা প্রার্থনা করছি। বিশ্বাস করুন, আমি অনেক যত্ন নিয়েই লিখেছি বইটা। আমি এও জানি অনেকেই গভীর মমতা নিয়ে বইটা পড়বেন, এর প্রতিটি অক্ষরে একজন এলােমেলাে আবেগী মানুষকে খুঁজে ফিরবেন, যে শুধু মানুষের ভালােবাসা চেয়েছিল, মানুষের মুখে হাসি দেখতে চেয়েছিল, চেয়েছিল মানুষের মনের মাঝে থাকতে। আমি মনে মনে ভাবি, আজ থেকে অনেক অনেক বছর পর আপনার বুকসেল্ফ থেকে কেউ একজন এই বইটা বের করে ধুলাে ঝেড়ে মলাট উল্টে এই লেখাটা পড়বে আর ভাববে, এককালে এদেশের মানুষ কত আবেগীই না ছিল।