'The Murder Of Roger Ackroyd' Summary of the book The Murder of Roger Ackroyd was Christie’s sixth novel and was published in 1926. It was the third novel that featured the Belgian detective Hercule Poirot. Like many of her other novels, the book is set in a small town and focuses on the interactions between characters who are well known to one another. When the novel was first published, critical reactions were mixed because of the unusual narrative structure. Christie chose to have the murderer tell the story from his point of view. This device caused some consternation because some believed that Christie was not “playing fair” with her readers. They reasoned that, in crime fiction, if the novel is to be fair, the reader should be able to follow the same path the detective does in order to solve the crime. Some believed that by having the narrator as the murderer, the reader would not be able to follow the path of the clues, since the murderer would, in order to protect his identity, conceal certain key pieces of information. Christie circumvents this problem in several ways. First, Dr. Sheppard is an extremely believable character. Because of the remorseful tone he assumes at the beginning of the novel, the reader immediately trusts him and his observations. In addition, Poirot appears to trust Sheppard, including him in discussions with the police and, as Poirot admits, using Sheppard as a substitute for Captain Hastings, who had played Dr. Watson to Poirot’s Sherlock Holmes in previous novels. Thus, the reader is led to trust Sheppard because Poirot trusts him. Sheppard also establishes an intimate rapport with the reader through the use of first-person narrative. The reader is privy to what are assumed to be the doctor’s private thoughts about Ackroyd’s murder. Poirot also confides in Sheppard and often asks his opinion of people within the town. Again, this action on the part of Christie serves to inspire confidence in the narrator; the reader does not suspect him because Poirot does not, and because Christie has, as in previous novels, established Poirot as a reliable source and a good judge of human nature. Another aspect to the novel in regard to the narration is the comparatively small role that Poirot plays. The reader is accustomed to seeing him as the main character—almost as a master puppeteer who guides the movements of all around him. In fact, the readers expect Poirot to manipulate them, for this is the nature of crime fiction in general: The reader is manipulated by the detective to see things his or her way. Christie, however, chooses to radically depart from this formula. Instead of Poirot manipulating the reader, Sheppard manipulates both the reader and Poirot. The reader is unaware of this subterfuge, however, until the end of the novel, when all the other probable suspects have been eliminated and only Sheppard remains. The reader is then privy to Sheppard’s confession, and all the pieces to this very complex puzzle fall into place. (enotes.com)
'দ্য কুইন অব ক্রাইম' ও 'দ্য কুইন অব মিস্ট্রি' নামে পরিচিত আগাথা ক্রিস্টি অপরাধ বিষয়ক বা রহস্য উপন্যাস রচনার ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর পুরো নাম আগাথা মেরি ক্ল্যারিসা ক্রিস্টি৷ বিখ্যাত এই ইংরেজ লেখিকা সকল গোয়েন্দাগল্প ও রহস্যকাহিনী পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাঁর অসাধারণ লেখনীর মাধ্যমে। তিনি বেশ বিখ্যাত কিছু চরিত্রের স্রষ্টা, যাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো গোয়েন্দা এরকুল পোয়ারো এবং মিস মার্পল, যাদের নাম শোনা যায় গোয়েন্দাকাহিনী পাঠকদের মুখে মুখে। 'ম্যারি ওয়েস্টমাকট' ছদ্মনাম ব্যবহারকারী এই প্রখ্যাত লেখিকা ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের ডেভন এ জন্মগ্রহণ করেন। আগাথা ক্রিস্টি এর বই সমূহ মূলত রোমাঞ্চ, হত্যারহস্য, অপরাধ ও গোয়েন্দাকাহিনী এবং রোমান্টিক ঘরানার। 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী আগাথা ক্রিস্টির বই বিশ্বের ইতিহাসে সর্বাধিক বিক্রিত বই এবং এক্ষেত্রে তাঁর সমকক্ষ হিসেবে শুধু আরেক কিংবদন্তী সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারকেই ধরা যায়। আগাথা ক্রিস্টি এর বই সমগ্র এর সংখ্যা প্রায় আশিটি। আগাথা ক্রিস্টি রচনাসমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার এট স্টাইলস, দ্য মার্ডার অফ রজার অ্যাকর্ড, দ্য বিগ ফোর, দ্য মিস্ট্রি অফ দ্য ব্লু ট্রেন, পেরিল এট এন্ড হাউস, মার্ডার ইন মেসোপটেমিয়া, ডেথ অন দ্য নাইল, অ্যাপয়েন্টমেন্ট উইথ ডেথ, এরকুল পোয়ারোজ ক্রিসমাস, স্যাড সাইপ্রাস, দ্য মার্ডার অ্যাট দ্য ভিকারেজ, দ্য বডি ইন দ্য লাইব্রেরি, দ্য মুভিং ফিংগার, এ মার্ডার ইজ এনাউন্সড, দে ডু ইট উইথ মিররস, এ পকেট ফুল অফ রাই, ৪:৫০ ফ্রম প্যাডিংটন, নেমেসিস ইত্যাদি। আগাথা ক্রিস্টি সমগ্র এর মধ্যে আরো রয়েছে বিখ্যাত সব নাটক, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের নাটক 'দ্য মাউজট্র্যাপ'। আগাথা ক্রিস্টি অনুবাদ বই এর সংখ্যাও অনেক, এমনকি ইউনেস্কোর বিবৃতি অনুযায়ী তাঁর বইগুলো সবচেয়ে বেশি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর বাংলা ভাষায় অনূদিত বইয়ের সংখ্যাও নেহায়েত কম নয়। অনূদিত আগাথা ক্রিস্টি বাংলা বই এর মধ্যে 'সিরিয়াল কিলার', 'গেম ওভার', 'পোয়েটিক জাস্টিস', 'খুনের তদন্ত', 'মার্ডার ইন মেসোপোটেমিয়া', 'থ্রি ব্লাইন্ড মাইস', 'এ বি সি মার্ডার' ইত্যাদি উল্লেখযোগ্য৷ সাহিত্যে অবদানের জন্য ১৯৭১ সালে তিনি 'ডেম' উপস্থিতিতে ভূষিত হন। ১৯৭৬ সালের ১২ জানুয়ারি আগাথা ক্রিস্টি ৮৫ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে মৃত্যুবরণ করেন।