"বিশ্বসেরা সাহিত্য ইলিয়াড" বইয়ের সংক্ষিপ্ত লেখা: কোন দেবী বেশি সুন্দরী-হিরা, এথিনা না অ্যাফরোডাইটি? বিচারের ভার রাখাল ছেলে প্যারিসের হাতে। দেবী ইরিসের দেয়া সোনালি আপেল যাঁর হাতে তিনি তুলে দেবেন সেই দেবীই স্বীকৃতি পাবেন সেরা সুন্দরী হিসেবে। পুরস্কারের লোভ দেখান তিন দেবী। হিরা বলেন, রাজ্য পাবে। এথিনা বলেন, প্রতি যুদ্ধে জয়ী হবে। অ্যাফরোডাইটি বলেন, বিশ্বের সেরা সুন্দরীকে দেবো। প্যারিস আসলে ট্রয়ের রাজপুত্র। অ্যাফরোডাইটির হাতে সোনালি আপেল তুলে দিয়ে তাঁর বদৌলতে তিনি পেলেন স্পারটার রাজা মেনিলেয়াসের পত্নী সুন্দরীশ্রেষ্ঠা হেলেনের ভালোবাসা। তাঁকে নিয়ে তিনি পালিয়ে যান নিজ দেশে। এরপর ১০০০ রণতরী নিয়ে ট্রয়ে আক্রমণ চালান মেনিলেয়াস ও তাঁর মিত্র রাজারা। শুরু হয় দশ বছরব্যাপী প্রবল যুদ্ধ। ওই যুদ্ধের শেষ বছরের কয়েক সপ্তাহের সংঘাতে সংঘর্ষে ষড়যন্ত্রে রুদ্ধশ্বাস নাটকীয় ঘটনা প্রবাহ নিয়েই বিশ্বের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য ‘ইলিয়াড’-নবম-অষ্টম পূর্বাব্দের গ্রিক মহাকবি হোমারের কালজয়ী সৃষ্টি। তাঁর রচিত অপর মহাকাব্য ‘ওডিসি’। ট্রয় যুদ্ধের অবসান ঘটে অভূতপূর্ব কৌশলী এক যুদ্ধ-পরিকল্পনায়। বিশাল কাঠের ঘোড়ার ফাঁপা পেটে সৈন্য পাঠিয়ে মধ্যরাতে চালানো হয় রক্তক্ষয়ী আক্রমণ। ধ্বংস হয় ট্রয় নগরী, উদ্ধার হয় হেলেন।