আজকের কিশাের আগামীর সম্ভাবনা। মা-বাবার অতুলনীয় আদর স্নেহে প্রতিটি শিশু-কিশাের পরম মমতায় বেড়ে ওঠে স্বল্পবৃক্ষের মতাে। অনুকূল পরিবেশে আন্তরিক পরিচর্যা পেলে সব শিশুকিশােরই ফুলের সুরভী ছড়ায়। দেশাত্ববােধে একদিন তারা সুনাগরিক হয়ে গড়ে ওঠে। সবারই থাকে একান্ত ভাবনার জগৎ এবং অফুরন্ত জীবন জিজ্ঞাসা। তারা মেধা মনন প্রত্যাশার আঙিনায় দাঁড়িয়ে অজানাকে জানতে ব্যাকুল। মুক্তবিহঙ্গের স্বাধীনতায় ডানা মেলে কেবল উড়তে চায় স্বপ্নীল আকাশে। তাদের মুক্ত প্রাণের হাসিতে ভুবন হাসে। আবার সামান্য অভিমানেই কেঁদে ভাসায় বুক। কুসম কোমল কিশাের মনের গভীরতা ছুঁয়ে অনুভবে তাদের আবেগ, অনুভূতি, চিন্তা-চেতনার বিষয়গুলাে সহজ সাবলীল ভাষায় উপস্থাপনা করা সত্যি দুরূহ কাজ। কিশাের উপযােগী সমৃদ্ধ বইয়ের সংখ্যা খুবই কম। এমন একটা শূন্যতা অনুভব করেই কবি মােশাররফ হােসেন ভূঞা লিখেছেন ‘গানের দেশ ধানের দেশ’ কিশাের কবিতার বইটি। বইয়ের প্রতিটি কবিতায় স্বদেশ প্রেম, পিতা-মাতার প্রতি সম্মান-শ্রদ্ধা, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শৈশব-কৈশােরে মনের আকাশে উড়িয়ে দেওয়া স্বপ্নের ঘুড়ি, বন-বনান্তে খুঁজে ফেরা পাখির বাসা, পাখ-পাখালির মুগ্ধ মুখর গান, গ্রামবাংলার আঁকাবাঁকা মেঠোপথ, সবুজের সমারােহে সজ্জিত প্রিয় মাতৃভূমি, মাতৃভাষার জয়গান, আর্তপীড়িত দুঃখী মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন ও নানামাত্রিক বিষয়াদি উঠে এসেছে।