আরকুম শাহের জীবনদর্শন ও গানের কথকতা। নিয়ে ‘আরকুম শাহ : জীবনদর্শন ও গীতিবিশ্ব প্রণীত। সুফি ঘানার সাধক কবি আরকুম শাহের। জীবনের যাবতীয় তথ্য উঘাটন করা বিশ্লেষণ। সংগ্রহ করা, গানে ব্যবহৃত বিদেশি শব্দ বাছাই করা এবং শব্দের অর্থ খুঁজে বের করার মতাে। পেশাদারি গবেষণার নিদর্শন হতে পারে এই বই। এ ছাড়া জাপানি ভাষায় অনূদিত জনপ্রিয় পাঁচটি। গান এই সংকলনের অন্যতম বৈশিষ্ট্য। এই গ্রন্থেই পাওয়া যাবে আরকুম শাহের গানের পূর্ণাঙ্গ শুদ্ধ। পাঠ। আরকুম শাহের ব্যবহৃত সকল সামগ্রীর । আলােকচিত্র, আরকুম শাহের দুর্লভ ছবি পাওয়া যাবে এই প্রথম। গবেষকের সনিষ্ঠ অনুসন্ধান। পাঠকদের অনেক প্রশ্নের জবাব দেবে, অনেক কৌতূহল পূরণ করবে। আরকুম শাহের প্রতি ভক্তি থাকলেই চলে না, গবেষণার যােগ্যতা থাকতে হয়, ধৈর্য থাকতে হয়, এই গবেষক সেই প্রতিশ্রুতির ছাপ রাখলেন তার প্রথম প্রকাশিত গবেষণাগ্রন্থে। প্রকৃত অর্থেই ক্ষেত্রসমীক্ষার ভিত্তিতে রচিত এই গ্রন্থ আমাদের বিভিন্ন অঞ্চলের আরাে অনেক লােককবির জীবনী ও গান সংগ্রহে প্রেরণা যােগাবে। এটি। পাঠকের সংগ্রহকে ঋদ্ধ করার মতাে এই বই। সাধারণ পাঠকের কাছেও আদর পাওয়ার যােগ্য।