ফ্ল্যাপে লেখা কথা মানবসভ্যতার বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথ অন্যতম শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি। তিনি যেন আমাদের হৃদয়ের কবি। এবছর বিশ্বব্যাপি উদ্যাপিত হচ্ছে তার জন্ম সার্ধশতবর্ষ। এই সা্র্ধশতবর্ষে মানবজাতী মহান এই কবিকে নিবেদন করছেন মহত্তম শ্রদ্ধাজ্ঞলি। রবীন্দ্র শ্রদ্ধাজ্ঞলি নন্দিত অর্ঘ্য গীতাঞ্জলি, গীতাভিনয়, নৃত্যাঞ্জলি, কাব্যপাঠ, রবীন্দ্র নাটকের মঞ্চাভিনয়, গীতি নাট্য, আলোচনা সভা, স্মারকগ্রন্থ, রবীন্দ্রস্মারক নির্মাণ সহ নান্দনিক বহু কর্মসূচি আজ পালিত হচ্ছে বিশ্বব্যাপি। প্রকাশিত হচ্ছে রবীন্দ্রচেতনার অসংখ্য গ্রন্থ। ককে নিয়ে উন্মাদনা শুরু হয়েছে ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরীদের মধ্যেও। তারাও কবিগুরুকে নিবিড়ভাবে জানতে চায়, বুঝতে চায়। পেতে চায় সমগ্র রবীন্দ্রনাথকে একসঙ্গে। সে চাহিদার উপর ভিত্তি করে প্রণীত হয়েছে প্রশ্নোত্তরে রবীন্দ্রনাথ। রবীন্দ্রজীবনের প্রায় সব দিগন্তই উন্মোচিত হয়েছে এই গ্রন্থে প্রাঞ্জলভাবে। অত্যন্ত সহজ সরল ভাষায় রবীন্দ্রজীবনের প্রতিটি স্তর, প্রতিটি পর্বকেই তথ্যানুসারে সাজিয়ে দেওয়া হয়েছে এই গ্রন্থে। সকল অংশে রবীন্দ্রঅনুরাগী পাঠকবর্গই এই গ্রন্থ পাঠ করে বিশ্বকবিকে আরো নিবিড় ভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন বলে আমাদের বিশ্বাস।