'Murder On The Orient Express' Summary of the book Hercule Poirot finds himself the uninvited guest at the scene of an elaborately planned murder on wheels. The Belgian detective is making his way from Istanbul, Turkey, to London, and he is looking forward to a leisurely trip and a chance to clear his head, a chance to rest his “little grey cells,” as Poirot refers to his brain. A good friend of Poirot, M. Bouc, is an administrator with Wagon Lit, the train company that operates the Orient Express. Poirot prefers to travel first class. Because it is winter, off season for tourists, the detective is assured by Bouc that finding a first-class cabin on the train will be easy. To their surprise, the car leaving Istanbul, the Calais Coach, is nearly full. There is, however, one no-show, and Poirot finds himself sharing a compartment with Hector MacQueen, the private secretary to a wealthy American, Mr. Ratchett. Poirot is introduced by Bouc to Dr. Constantine, a Greek physician, traveling in the next car. On the first night of the journey, as they sit in the dining car, Bouc points out to Poirot the variety of travelers in the dining car: the rich and the poor. Some are English, some American, some French, some Italian, some Russian, some Hungarian—an array of passengers from differing socioeconomic backgrounds and different cultures. Where else in the world, Bouc wonders aloud, could one find such an assortment of people beneath one roof? Yes, Poirot thinks to himself, perhaps only in America. The first night passes peacefully, and Bouc moves Poirot from his shared cabin with MacQueen to a private one next door to Ratchett. During the second night of the trip, Poirot has trouble sleeping, awakened by voices, service bells summoning conductor Pierre Michel, and thumping on his cabin door. At about 1:15 a.m., Poirot sticks his head out of his cabin and sees a woman wearing a kimono with a dragon print walking down the corridor. He hears his neighbor, Ratchett, tell the conductor in perfect French that nothing is wrong and that he had not meant to ring his service bell. The train is stopped, too, as an avalanche of snow covers the tracks. Ratchett, Poirot has determined, is an evil man. The evil shows on his face, and Poirot has taken an instant dislike in him. Earlier in the evening, Poirot had been approached by Ratchett and was offered a job—to keep Ratchett alive. Ratchett has been receiving hate mail and otherwise threatening letters. Poirot turns down the offer of employment.
'দ্য কুইন অব ক্রাইম' ও 'দ্য কুইন অব মিস্ট্রি' নামে পরিচিত আগাথা ক্রিস্টি অপরাধ বিষয়ক বা রহস্য উপন্যাস রচনার ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর পুরো নাম আগাথা মেরি ক্ল্যারিসা ক্রিস্টি৷ বিখ্যাত এই ইংরেজ লেখিকা সকল গোয়েন্দাগল্প ও রহস্যকাহিনী পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাঁর অসাধারণ লেখনীর মাধ্যমে। তিনি বেশ বিখ্যাত কিছু চরিত্রের স্রষ্টা, যাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো গোয়েন্দা এরকুল পোয়ারো এবং মিস মার্পল, যাদের নাম শোনা যায় গোয়েন্দাকাহিনী পাঠকদের মুখে মুখে। 'ম্যারি ওয়েস্টমাকট' ছদ্মনাম ব্যবহারকারী এই প্রখ্যাত লেখিকা ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের ডেভন এ জন্মগ্রহণ করেন। আগাথা ক্রিস্টি এর বই সমূহ মূলত রোমাঞ্চ, হত্যারহস্য, অপরাধ ও গোয়েন্দাকাহিনী এবং রোমান্টিক ঘরানার। 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী আগাথা ক্রিস্টির বই বিশ্বের ইতিহাসে সর্বাধিক বিক্রিত বই এবং এক্ষেত্রে তাঁর সমকক্ষ হিসেবে শুধু আরেক কিংবদন্তী সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারকেই ধরা যায়। আগাথা ক্রিস্টি এর বই সমগ্র এর সংখ্যা প্রায় আশিটি। আগাথা ক্রিস্টি রচনাসমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার এট স্টাইলস, দ্য মার্ডার অফ রজার অ্যাকর্ড, দ্য বিগ ফোর, দ্য মিস্ট্রি অফ দ্য ব্লু ট্রেন, পেরিল এট এন্ড হাউস, মার্ডার ইন মেসোপটেমিয়া, ডেথ অন দ্য নাইল, অ্যাপয়েন্টমেন্ট উইথ ডেথ, এরকুল পোয়ারোজ ক্রিসমাস, স্যাড সাইপ্রাস, দ্য মার্ডার অ্যাট দ্য ভিকারেজ, দ্য বডি ইন দ্য লাইব্রেরি, দ্য মুভিং ফিংগার, এ মার্ডার ইজ এনাউন্সড, দে ডু ইট উইথ মিররস, এ পকেট ফুল অফ রাই, ৪:৫০ ফ্রম প্যাডিংটন, নেমেসিস ইত্যাদি। আগাথা ক্রিস্টি সমগ্র এর মধ্যে আরো রয়েছে বিখ্যাত সব নাটক, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের নাটক 'দ্য মাউজট্র্যাপ'। আগাথা ক্রিস্টি অনুবাদ বই এর সংখ্যাও অনেক, এমনকি ইউনেস্কোর বিবৃতি অনুযায়ী তাঁর বইগুলো সবচেয়ে বেশি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর বাংলা ভাষায় অনূদিত বইয়ের সংখ্যাও নেহায়েত কম নয়। অনূদিত আগাথা ক্রিস্টি বাংলা বই এর মধ্যে 'সিরিয়াল কিলার', 'গেম ওভার', 'পোয়েটিক জাস্টিস', 'খুনের তদন্ত', 'মার্ডার ইন মেসোপোটেমিয়া', 'থ্রি ব্লাইন্ড মাইস', 'এ বি সি মার্ডার' ইত্যাদি উল্লেখযোগ্য৷ সাহিত্যে অবদানের জন্য ১৯৭১ সালে তিনি 'ডেম' উপস্থিতিতে ভূষিত হন। ১৯৭৬ সালের ১২ জানুয়ারি আগাথা ক্রিস্টি ৮৫ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে মৃত্যুবরণ করেন।