ভূমিকা (Introduction) অধ্যাপক রাধাকমল মুখার্জী ভারতীয় সমাজতত্ত্বের দার্শনিক হিসাবে পরিগণিত হন। ভারতীয় সমাজতত্ত্বের ভিত্তিভূমি যাঁরা তৈরি করেছেন, তাঁদের মধ্যে তাঁর নাম অন্যতম। তাঁর দৃষ্টিভঙ্গির মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্যের চিন্তাধারার সংমিশ্রণ পরিলক্ষিত হয়। সামাজিক মূল্যবোধ সম্পর্কিত তাঁর মতবাদের জন্য রাধাকমল মুখার্জী পশ্চিমী দুনিয়ায় বিশেষভাবে পরিচিতি লাভ করেন। বহু ও বিভিন্ন ধরনের সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে রাধাকমল মুখার্জী যুক্ত ছিলেন। জাতীয় শিক্ষার বিস্তারের উদ্যোগ-আয়োজনে তিনি ছিলেন বিনয়কুমার সরকারের বিশিষ্ট সহযোগী যোদ্ধা। বিনয়কুমারের মতই, তাঁরও আগ্রহের পরিসর ছিল অতিমাত্রায় প্রসারিত। বয়স্ক শিক্ষার প্রসারের পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করার ব্যাপারে তাঁর উদ্যোগ ছিল অক্লান্ত। শোষিত, নিপীড়িত ও দরিদ্র মানুষের দরদী হিসাবে রাধাকমলের ভূমিকা ছিল সুবিদিত। দারিদ্র্য দূরীকরণে তিনি ছিলেন সক্রিয়। তিনি ছিলেন সমবায় আন্দোলনের অন্যতম অগ্রগণ্য পুরুষ এবং দেশীয় উপায়ে গ্রামোন্নয়নে আগ্রহী। এসব ছাড়াও তিনি ছিলেন সাহিত্যের সাধক এবং সঙ্গীত ও শিল্পকলার পৃষ্ঠপোষক। কর্মজীবনে তিনি বিভিন্ন বিশিষ্ট সরকারি ও বেসরকারি পদে আসীন হয়েছেন। তাঁর জীবনের আর একটি উল্লেখযোগ্য দিক ছিল। একজন অধ্যাত্মবাদী হিসাবেও তিনি পরিচিত ছিলেন। অধ্যাত্মবিদ্যা, ধর্ম, দর্শন ও নীতিবোধের প্রভাব তাঁর পরিণত বয়সের জ্ঞানচর্চায় পরিলক্ষিত হয়। বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তিনি বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। সমাজতত্ত্ব, সমাজদর্শন, সামাজিক মনস্তত্ত্ব, অধ্যাত্মবিদ্যা, অর্থবিদ্যা ও সাহিত্য তাঁর রচনায় স্থান পেয়েছে। রাধাকমল মুখার্জী মানুষ, মূল্যবোধ ও সমাজ নিয়ে একটি ত্রয়ী ধারণা গড়ে তোলার পক্ষপাতী ছিলেন।....