সুলতান কাহিনীর ভূমিকা: মুসলিম ইতিহাস তো বটেই, পৃথিবীর ইতিহাসে বংশানুক্রমিক শাসনব্যবস্থার সর্বশেষ এবং সবচে দীর্ঘ ধারাবাহিকটি ছিল উসমানি সাম্রাজ্য। দীর্ঘ ৬২৪ বছর ধরে তিন মহাদেশজুড়ে বিস্তৃত এই সাম্রাজ্যের বিলুপ্তির মধ্য দিয়ে শেষ হয় খেলাফত শাসন বা মুসলিম সালতানাতের অধ্যায়। উসমানিধারা সমাপ্তির পর এখনো ১০০ বছর পেরোয়নি, অথচ এ সম্পর্কে বাংলাভাষী পাঠকেরা খুব বেশি অবগত নন। কারণ, উসমানি সাম্রাজ্য ও এর সুলতানদের ইতিহাস সম্পর্কে লেখালেখি তুর্কি ভাষায় মোটামুটি হলেও ইংরেজি ও আরবিতে সেই তুলনায় অপ্রতুল। বরং এ দুই ভাষায় যা কিছু লেখালেখি হয়েছে এবং হচ্ছে, এগুলোর বেশির ভাগই একপেশে ও পক্ষপাতদুষ্ট। আরব ও তুর্কি ঐতিহাসিকদের কেউ কেউ যেমন কেবলই উসমানিদের প্ৰশংসা ও গুণগানে লিপ্ত, তেমনিভাবে ইংরেজদের বেশির ভাগ গবেষক উসমানিদের ত্রুটি অনুসন্ধানে ব্যস্ত। আর এ পর্যন্ত বাংলা ভাষায় উসমানিদের সম্পর্কে হাতে গোনা যে কয়েকটি বইপত্র লেখা হয়েছে, এর সামগ্রিক চিত্র এসব বই পড়ে পাঠকের সামনে ফুটে ওঠে, এমন দাবি পুরোপুরি সার্থক নয়। ব্যস্ততার অবসরে ইতিহাস পড়তে আমার ভালো লাগে। খেলাফতে রাশেদা, উমাইয়া ও আব্বাসিদের সম্পর্কে কমবেশি পড়েছি। কিন্তু উসমানিদের সম্পর্কে জানার আগ্রহে যখন বইপত্রের পাতা উল্টিয়েছি, তখন কেবলই যুদ্ধবিগ্রহের সমরবর্ণনা দেখে আগ্রহ হারিয়েছি। গত এক বছরের বেশি সময় ধরে ইন্টারনেটে অনুসন্ধান এবং কাতারের বেশ কয়েকটি গ্রন্থাগারে খুঁজে বেশ কিছু বই সংগ্ৰহ করি, যেগুলো একটু ভিন্ন আঙ্গিকে উসমানি শাসনকাল সম্পর্কে রচিত
সুলতান কাহিনীর সূচিপত্র: *উসমানি সুলতানদের নাম এবং তাদের শাসনকাল *উসমানী সম্রাজ্যের সূর্যোদয় *আরতুগরুল ও তাঁর সঙ্গীরা *সুলতান উসমান বিন আরতুগরুল *সুলতান উরখান বিন উসমান *সুলতান প্রথম মুরাদ *বীর সুলতান প্রথম বায়েজিদ *চার ভাইয়ের দ্বন্দ্ব ও ষড়যন্ত্র অরক্ষিত উসমানি সাম্রাজ্য *কীৰ্তিমান সুলতান দ্বিতীয় মুরাদ *মহানায়ক সুলতান মুহাম্মদ আলফাতেহ *সাধক সুলতান দ্বিতীয় বায়েজিদ *দুঃখী শাহজাদার ফেরারি জীবন *বিজেতা সুলতান প্রথম সেলিম *মহামতি সুলতান সুলায়মান *দুর্বলচিত্তের তিন সুলতান *নবিপ্রেমিক সুলতান প্রথম আহমদ *প্রতিবন্ধী সুলতান মুস্তফা *কীৰ্তিমান সুলতান চতুর্থ মুরাদ *নারীলোভী সুলতান ইবরাহিম *উসমানি সাম্রাজ্যের লৌহমানবী *শিকারী সুলতান চতুর্থ মুহাম্মদ *সুলতান দ্বিতীয় সুলায়মান *বহুভাষী সুলতান দ্বিতীয় আহমদ *লিলিপ্ৰেমী সুলতান তৃতীয় আহমদ *জনপ্রিয় সুলতান প্রথম মাহমুদ *সুলতান তৃতীয় মুস্তফা *সুলতান প্রথম আব্দুল হামিদ *সুলতান চতুর্থ মুস্তফা *আধুনিক সুলতান দ্বিতীয় মাহমুদ *হৃদয়বান সুলতান প্রথম আব্দুল মজিদ *সুলতান আব্দুল আজিজ *অসুস্থ সুলতান পঞ্চম মুরাদ *দুৰ্ভাগা সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ *সুলতান পঞ্চম মুহাম্মদ রাশাদ *সুলতান ষষ্ঠ মুহাম্মদ ওয়াহিদুদ্দীন *সুলতান দ্বিতীয় আব্দুল মজিদ *উসমানি সাম্রাজ্যের সূর্যস্ত *উসমানি সাম্রাজ্য পতনের তিন খলনায়ক *মুস্তফা কামাল আতাতুর্ক *আব্বাসি খেলাফতের সমাপ্তি ও উসমানি খেলাফতের সূচনা *উসমানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল *একনজরে উসমানি সাম্রাজ্য *উসমানি সাম্রাজ্যে ছন্দরে আজম *উসমানী সম্রাজ্যের সেনাবাহিনী *উসমানী সম্রাজ্যের স্বভাব – চরিত্র *উসমানী সুলতানদের বৈচিত্রময় অধ্যায় *উসমানী সম্রাজ্যের সামাজিক শিষ্টাচার *উসমানী সম্রাজ্যে যা কিছু প্রথম *উসমানী সুলতানদের মৃত্যু *উসমানী সুলতানদের হজ্ব *উসমানী সুলতানদের পারিবারিক হত্যাপ্রথা *উসমানী সুলতানদের মায়েরা *উসমানী জীবের প্রতি দয়া *উসমানী সম্রাজ্যে নিষিদ্ধ কিছু বিষয় *দামেস্ক থেকে মদিনা পর্যন্ত রেলপথ *উসমানি সাম্রাজ্যে সংবাদপত্র প্রকাশনা *উসমানি সুলতানদের বিয়েশাদি হারেম কাহিনি *ধরো আমি খেয়েছি মসজিদ। *উসমানি সাম্রাজ্যের ভালো-মন্দ *শেষ কথা *গ্রন্থপঞ্জি
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষক হিসেবে তুলনামূলক ধর্মতত্ত্বে অধ্যয়নরত। এর আগে তিনি কাতারে কাতার বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে স্নাতক ও ২০১৯ সালে কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি মাস্টার্স সমাপ্ত করেন। বাংলাদেশে ২০০৮ সালে তিনি জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ থেকে তাকমিল এবং ২০০৯ সালে ইফতা সমাপ্ত করেন। কর্মজীবনে ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি কাতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মানবাধিকার অফিসে গণমাধ্যম গবেষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৪ সাল থেকে তিনি প্রথম আলোর কাতার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৭ সাল থেকে তিনি ঢাকায় প্রকাশিত ছোটকাগজ 'নবধ্বনি' সম্পাদনার সাথে যুক্ত। ২০১৪ সালে 'নবপ্রকাশ'-এর প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই প্রকাশনীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এসবের বাইরে গালফ বাংলা ডটকম, গালফ ট্রিক ডটকম, ফ্রেশজবসনাও ডটকমসহ কয়েকটি ওয়েবপোর্টালের তিনি সম্পাদক ও প্রকাশক। তাঁর লেখা ও অনূদিত বইয়ের সংখ্যা ৫টি।