নতুন সংস্করণের ভূমিকা নতুন সহস্রাব্দের প্রয়োজনকে সামনে রেখে কোয়ান্টাম মথড বইযের পরিবর্ধন ও পরিমার্জন করতে সক্ষম হওয়ায় আমরা পরম করুণাময়ের কাছে আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের একশত ক্লাশে প্রশিক্ষণ প্রদানের প্রত্যক্ষ অভিজ্ঞতা, হাজার হাজার কোয়ান্টাম গ্রাজুয়েটের অনুভূমি এবং অসংখ্য পাঠকের অজস্র প্রশ্নের প্রেক্ষিতে পুরো বইটকে পুনর্বিন্যাস্থ করা হয়েছে, নতুন অধ্যায় যোগ করা হয়েছে, পুরানো অধ্যায়গুলোকে সমৃদ্ধ করা হয়েছে। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি কোয়ান্টাম মেথডের বর্তমান সংস্করণ থেকে নতুন প্রজম্ম আরও সহজে আত্ম নির্মাণের প্রক্রিয়া আয়ত্ত করে নিজের মেধা ও সম্ভাবনাকে পরিপূর্ণরূপে বিকশিত করতে পারবেন, তাদের জীবনে সাফল্য আসবে সহজ স্বতঃস্ফুর্ততায়। কল্যাণ ও প্রশান্তিতে ভরে উঠুক সবার জীবন।
মহাজাতক ১ জানুয়ারি ২০০০ সাল
সূচি *মেডিটেশন : শৃঙ্খল মুক্তির পথ *যাত্রা হোক শুরু *নতুন বিশ্ব দৃষ্টি *মন : শক্তি রহস্য *চাবিকাঠি : বিশ্বাস *ব্রেন : বিস্ময়করন জৈব কম্পিউটার *দৃষ্টিভঙ্গি : নেপথ্যনায়ক *ধ্যানাবস্থা : প্রথম পদক্ষেপ *শিথিলায়ন : মনের বাড়ি *আত্মবিনাশী প্রোগ্রাম-১ : মনের বিষ *আত্মবিনাশী প্রোগ্রাম-২ : মনের বাঘ *আত্মবিকাশী প্রোগ্রাম-১ : অটোসাজেশন ও প্রত্যয়ন *আত্মবিকাশী প্রোগ্রাম-২ : মনছবি *কল্পনা : মনের চালিকা শক্তি *মনোযোগ : মনের বল *মনে রাখার কৌশল *কোয়ান্টা সংকেত *জাগৃতি ও ঘুম *স্বপ্ন : সৃজনশীল প্রয়োগ *ছাত্র জীবনে সাফল্য লাভ *কোয়ান্টাম নিরাময় *মেদ ভুঁড়ি : ওজন নিয়ন্ত্রণ *ধূমপান ও ড্রাগ বর্জন *সুস্বাস্থ্যের কোয়ান্টাম ভিত্তি *নতুন জীবনের পথে *অতিচেতনার পথে *ডান ও বাম বলয়ের সমন্বয় *প্রকৃতির সাথে একাত্মতা *কমান্ড সেন্টার : কল্যাণ প্রক্রিয়া *অন্তর্গুরু *প্রজ্ঞা *হে অনন্য মানুষ! আপনাকে অভিনন্দন
শহীদ আল বোখারী মহাজাতক বাংলাদেশে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার পথিকৃৎ। জীবনযাপনের বিজ্ঞান 'কোয়ান্টাম মেথড'-এর উদ্ভাবক ও প্রশিক্ষক। পরম করুণাময়ের অনুগ্রহে ২৯ বছর ধরে একনাগাড়ে দেশজুড়ে কোয়ান্টাম মেথড কোর্সে প্রশিক্ষণ প্রদান করছেন। মেডিটেশন চর্চার ইতিহাসে উদ্ভাবক কর্তৃক এককভাবে ক্লাস নিয়ে ৪৭০টি কোর্স সম্পন্ন করা বিশ্বে এই প্রথম। দুই যুগেরও বেশি সময় ধরে বাংলা ভাষায় সর্বাধিক পঠিত নন-ফিকশন গ্রন্থ সাফল্যের চাবিকাঠি কোয়ান্টাম মেথড-সহ তার রচিত সবগুলো বই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১৪ সালে প্রকাশিত হওয়ার পর আল কোরআন বাংলা মর্মবাণী পেয়েছে সর্বাধিক পাঠকপ্রিয়তা।