গণনাট্য নবনাট্য সৎনাট্য ও শম্ভু মিত্র' গ্রন্থটি প্রধানত একটি ইতিহাস গ্রন্থ। নাট্য আন্দোলনের ইতিহাসের সঙ্গে শম্ভু মিত্র-র সম্পৃক্তির ইতিহাস রচনা। মূলত কোন রাজনৈতিক পটভূমির অনিবার্যতা ‘নবান্ন’ নাটকের জন্ম দিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল বুদ্ধিজীবী সাহিত্যিক ও শিল্পীদের তাঁদের সৃষ্টির ক্ষেত্রে— তার অনুসন্ধানে এই ইতিহাসের শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, '৪২-এর অগস্ট আন্দোলন, '৪৩-এর মন্বন্তর, ’৪৬-এর দাঙ্গা, '৪৭-এর দেশভাগ ইত্যাদি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা নাট্যজগৎ কীভাবে বিবর্তিত হয়ে চলেছিল সে-বিষয়ে জানবার প্রয়োজনে; জানবার প্রয়োজনে— শম্ভু মিত্র-র জীবৎকালে কমিউনিস্ট পার্টির ইতিহাস; জানবার প্রয়োজনে কোন রাজনৈতিক ও সামাজিক পরিবৃত্তে তিনি রচনা করে চলেছিলেন তাঁর নাট্য— এইসব প্রশ্নগুলো এ লেখককে তাড়িত করেছে এই অনুসন্ধানে। কী কারণেই বা ‘অন্ধকারের নাটক’-এর যাত্রা? লেখক জানতে চেয়েছেন শম্ভু মিত্র-র কর্মকাণ্ডের পাশাপাশি নাট্যজগতে অন্য কী কী নাট্য কোন সামাজিক অথবা রাজনৈতিক ভাবনায় সৃষ্টি হয়ে চলেছিল, কী ছিল তার ভূমিকা। এবং পাশাপাশি তাঁর জানবার ইচ্ছা হয়েছে সাধারণ রঙ্গালয়ের চরিত্রের ক্রমবদলই বা কীভাবে ঘটল। তারই সঙ্গে এই নাট্য আন্দোলনের চরিত্রের পরিবর্তনই বা ঘটল কেন!—এসব না জানলে বর্তমানে এবং ভবিষ্যতে কী করে নাট্যসমাজ তার নিজের মূল্যায়ন করবে? সেই আগ্রহ থেকেই বেশ কিছু বছরের পরিশ্রমে রচয়িতা তল পেয়েছেন নাট্যকর্মী হিসাবে তাঁর কর্মজীবনের প্রেক্ষিতের। সেই ইতিহাস এই গ্রন্থের পাতায় পাতায়।