উদ্ভিদজগৎ, জীবজগৎ ও মনুষ্যজগৎ—এই পৃথিবীর বুকে পরপর এসেছে। তারপর... বহু বিবর্তন পেরিয়ে মানুষ নাকি এখন দুনিয়ার ‘সর্বশ্রেষ্ঠ জীব’। আজ অবধি সেই ‘সর্বশ্রেষ্ঠ জীবটি’ তার শ্রেষ্ঠত্বের কী ধরনের নজির রেখেছে? নিজেদের অগাধ বুদ্ধির সাহায্যে তারা পৃথিবীটাকে আরও কতখানি ‘স্বর্গ বানাল? বহুকাল ধরে উদ্ভিদ ও জীবজগৎকে নির্বিচারে ধ্বংস করে সারা পৃথিবীটাকেই তাে এক মৃগয়াভূমিতে পরিণত করেছে মানুষ, ওদের ‘বুদ্ধির’ দাপটে গােটা দুনিয়ার সর্বত্রই তাে আজ পশুদের বসবাসের অনুকুল পরিবেশটি নিশ্চিহ্ন। তা, এত-এত বুদ্ধি নিয়ে পৃথিবীর সেরা জীবটি নিজেদের বাসভূমি হিসেবেও এই পৃথিবীটার কী হাল বানিয়েছে! ওদের বুদ্ধির দাপটে পৃথিবীটা ওদের নিজেদেরই বা কতটা বাসযােগ্য রয়েছে! উদ্ভিদজগৎ ও জীবজগতের সঙ্গে তার আজন্ম সম্পর্কটি কেমন? পৃথিবীর উদ্ভিদ ও প্রাণীরা তাদের কোন দৃষ্টিতে দেখে? তারা তাদের ‘সর্বশ্রেষ্ঠ’ প্রতিবেশীদের ভালােবাসে, নাকি যমের মতাে ভয় করে, নরকের কীটের অধিক ঘৃণা করে, আর সর্বদা ওদের ধ্বংস কামনা করে? এমন সেরা হয়ে তবে লাভটা কী হল? এমন পাহাড়প্রমাণ বুদ্ধি তবে কোন কম্মে লাগল! আজ তাে মানুষ নিজেই নিশ্চিত ধ্বংসের মুখােমুখি এসে দাড়িয়েছে। বাস্তবিক, কেবল নিজেদের নির্বিচারে ধ্বংস করবার জন্য এত-এত বুদ্ধির প্রয়ােজন ছিল কি? এই উপন্যাসে রয়েছে ১১৩ পৃথিবীর জীব ও উদ্ভিদ জগতের সদস্যদের চোখ দিয়ে মনুষ্যজগতের ভূত-ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে এবং বিধ বিশ্লেষণ। উপন্যাসটিতে কোনও মনুষ্য চরিত্র নেই। চরিত্র যা-কিছু সবই মনুষ্যেতর প্রাণী ও উদ্ভিদের। তারাই এই উপন্যাসের নায়ক-সহনায়ক, কর্থক-শ্রোতা, দ্রষ্টা ও নিয়ন্ত্রক। আর, খলনায়ক? তারাও রয়েছে উপন্যাসের পাতায় পাতায়, তবে একেবারেই অন্য আঙ্গিকে।
ভগীরথ মিশ্রের জন্ম ১৯৪৭ সালে। তিনি ভূগােল বিষয়ে স্নাতােকত্তর ডিগ্রীর অধিকারী। পেশায় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস-এ এক্সিকিউটিভ পদে বহাল ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। তাঁর উল্লেখযোেগ্য সাহিত্যসৃষ্টির মধ্যে প্রায় বারােটি উপন্যাস, ২০০-র বেশি ছােটগল্প, সরস রম্যরচনা সংকলন, বেশ কয়েকটি একাংক নাটক এবং বনসাইসংক্রান্ত ১টি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। লেখকের বিশেষ উল্লেখযােগ্য উপন্যাসগুলি যথাক্রমে তস্কর, আড়কাঠি, চারণভূমি, জানগুরু, মৃগয়া উপন্যাসের পাঁচটি খণ্ড, শিকলনামা, ফাঁসবদল, অমানুষনামা, ঐন্দ্রজালিক, আরশিচরিত। তার সাহিত্যকৃতির জন্য তিনি বঙ্কিম পুরস্কার, সমরেশ বসু পুরস্কার, তারাশঙ্কর। পুরস্কার, সর্বভারতীয় কথা-পুরস্কার, সােপান পুরস্কার, গল্পমেলা পুরস্কার ও যাজন পুরস্কারে ভূষিত হয়েছেন।