ঔপনিবেশিক বাংলার সমাজ চিত্র বিভিন্ন সময়ে লেখা এই প্রবন্ধগুলি মূলত ঔপনিবেশিক বাংলার সমাজ জীবনের প্রতিচ্ছবি। ঔপনিবেশিক শাসনের প্রভাবে বাংলার কৃষি ব্যবস্থা, কৃষি সমাজ, কৃষক বিদ্রোহ, ব্যবসা-বাণিজ্যে বাঙালির অবক্ষয় আলোচিত হয়েছে যথেষ্ট গুরুত্বের সঙ্গে। জেলা স্তরে কৃষি ব্যবস্থা ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের আলোচনা সামগ্রিকভাবে ঔপনিবেশিক বাংলার সামাজিক ক্ষেত্রটিকে বুঝতে সাহায্য করবে। ‘অভাগার স্বর্গ' প্রবন্ধে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নিম্নবর্গের মানুষজনের জীবন সংগ্রামের অনেক অজানা কাহিনি বিধৃত হয়েছে। কলকাতাকে কেন্দ্র করে ভারত ও মার্কিন সম্পর্কের সূত্রপাত—এই প্রায় অনালোচিত বিষয়টিতে যেভাবে আলোক পাত করা হয়েছে তাতে পাঠকমাত্রেই অনুসন্ধিৎসু হবেন। বহু আলোচিত কলকাতার জন্ম ও বাংলার রেনেশাঁসের প্রসঙ্গ সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে এখানে স্থান পেয়েছে । রেনেশাঁসের সূত্রে বাংলার শিক্ষা এবং বিজ্ঞান ভাবনা ও চর্চার বিষয়টি মনীষীদের জীবনচর্যার মধ্য দিয়ে দেখানো হয়েছে। আমরা জানি বর্তমানে ধর্মীয় অনৈক্য ভারতের সামাজিক ও রাজনৈতিক জীবনে এক অস্থিরতা সৃষ্টি করেছে। এই অনৈক্যের সাম্প্রদায়িক রূপের উদ্ভব কীভাবে হয়েছে তার বিশ্লেষণ ইতিপূর্বে ঐতিহাসিকরা করেননি, তা নয়। ডঃ পালিতের অভিনবত্ব হচ্ছে তিনি নির্মোহ দৃষ্টিতে বিষয়টির ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। বাংলার সমাজ জীবনে এই বিষয়টি নিঃসন্দেহে প্রাসঙ্গিক।