"বিবিসি জানালা ইংরেজি শেখার বইঃ ১ম-৩য় খণ্ড" বইটির সম্পর্কে কিছু কথা: ‘নবী-রাসূল কাহিনী’ সিরিজ সম্পর্কে কয়েকটি কথা । ‘নবী' অর্থ সংবাদবাহক, মানে যিনি কোনাে সংবাদ বহন করেন। আল্লাহর প্রেরিত সেই মহামানবকে নবী। বলা হয়, যিনি নবুয়্যাত প্রাপ্তির পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে আল্লাহর একত্ববাদের প্রতি নিঃস্বার্থ আহ্বান জানান। আর রাসূল’ অর্থ প্রেরিত দূত, বাণীবাহক, সংবাদদাতা, পত্রবাহক ইত্যাদি। আল্লাহর কিতাবসহ। প্রেরিত এমন মহামানবকে রাসূল বলা হয়, যিনি অলাহর একত্ববাদের দিকে মানুষকে আহ্বান জানান। আদম (আ) থেকে শুরু করে হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত অনেক নবী-রাসূলকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। মানুষ যখনই আল্লাহকে ভুলে বিপথে পরিচালিত হয়েছে, তখনই আল্লাহ নবী-রাসূলদের প্রেরণ করেছেন। তারা পথভােলা মানুষকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান। কোনাে মানুষের ঈমানদার হওয়ার জন্য আল্লাহ প্রেরিত নবী-রাসূলদের ওপর আস্থা স্থাপন করা ফরয। আলকুরআনে পচিশজন নবী-রাসুলের পরিচয় পাওয়া যায়। এসব মহামানবের জীবন ও কর্ম সম্পর্কে জানার আগ্রহ মুসলমান মাত্রই থাকা বাঞ্ছনীয়। বিশেষ করে আমাদের সন্তানদের জন্য বিষয়টি বেশি জরুরি।
প্রথমা প্রকাশন বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান। এটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হচ্ছে প্রথম আলো। প্রথমা প্রকাশন ২০০৯ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই মুক্তিযুদ্ধ ও স্বপক্ষের বিভিন্ন বিষয় এবং নতুন ধারার বা মাত্রার বই প্রকাশ করে আসছে প্রথমা প্রকাশন। শুরু থেকেই প্রকাশনীটি একুশে বইমেলাতে অংশগ্রহন করে আসছে। প্রকাশনটি এখন পর্যন্ত প্রায় ১০২ জন লেখকের ৩১৬ এর অধিক বই প্রকাশ করেছে।
BBC Janala English Shekhar Boi (Sohoj kothopokothoner madhyome doinodnin kaje babaharjo english sekha) (1st-3rd Part) (Rokomari Collection) কার্টে যুক্ত হয়েছে