"জনবিস্ফোরণ ও পরিবেশ সমস্যা" বইয়ের সূচীপত্রঃ জনবিস্ফোরণের পক্ষে ও বিপক্ষে ৭ সংখ্যাবৃদ্ধি অবলুপ্তির পূর্বাভাস ১১ পৃথিবীর অমর জীবন ১৭ সংখ্যাবৃদ্ধি রোধে ইতর জীবজন্তুদের সচেতনতা ২৬ মহাবিশ্বের নিয়মকানুন ৩০ মানুষের সংখ্যা - সেকাল ও একাল ৩৬ ভারতের জনসংখ্যা – সেকাল ও একাল ৪২ জনসংখ্যাবৃদ্ধির ক্ষতিকর প্রভাব : ৪৮ (১) অরণ্য অপসারণের ফলে বিপর্যয় — ৪৯ অক্সিজেন সমস্যা • গ্রিন হাউস এফেক্ট • মরুভূমির প্রসার • ভূমিক্ষয় • বিরল প্রজাতির গাছপালা ও পশুপাখির অবলুপ্তি • বনভূমি হ্রাসের পরিমাণ পৃথিবীতে ও ভারতে • ভারতে অরণ্য ধ্বংসের পরিমাণ• কৃত্রিম অরণ্যসৃজন (২) ঊর্ধ্বাকাশে ওজোনের স্তর ক্ষয়ের ফলে বিপর্যয় — ...৬৪ ওজোন স্তরের সৃষ্টি ও ধ্বংস • ক্লোরোফ্লুরো কার্বন • দক্ষিণ মেরুর আকাশে ওজোন স্তরে ক্ষত কেন • ওজোন স্তর পৃথিবীর কী উপকার করে • ওজোন স্তর অক্ষত রাখার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা। (৩) তেজস্ক্রিয় রশ্মির প্রভাবের ফলে বিপর্যয় —৭৪ উদ্ভিদের উপর প্রভাব • প্রাণিদেহের উপর প্রভাব • পারমাণবিক শক্তি কেন্দ্রের সমস্যা (৪) সবুজ বিপ্লব ও কীটনাশকের দ্বারা বিপর্যয় -৮১ মানুষের মস্তিষ্কের উন্নতি, প্রতিভার অবনতি • জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়ােজন আছে কী? • ভারতে জনসংখ্যাবৃদ্ধির কুফল • মানুষের অস্তিত্বের সঙ্কট কী আসন্ন? • সঙ্কটের তালিকা (১) মানুষ আজ বিপন্ন প্রজাতির প্রাণি (২) নিঃশেষিত প্রাণিকুল (৩) জনসংখ্যার বিপজ্জনক সীমা • আগামী দিনের ভাবনা
Sudhangshu Patra জন্ম ১৯৩২ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট পূর্ব মেদিনীপুরের তেঘরী গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম। বাল্যে সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং পঞ্চাশের মন্বন্তর সর্বহারা করে। লেখাপড়ার প্রতি প্রবল অনুরাগ থাকায় প্রচণ্ড কৃচ্ছ্বসাধনের মাধ্যমে লেখাপড়া চালাতে হয়। বিজ্ঞানে স্নাতক হওয়ার পর প্রথমে সীপুর ও পরে কালিন্দী ইউনিয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতাকালে বি.এড এবং বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ ডিগ্রি গ্রহণ করেন। শেষোক্ত বিদ্যালয়ে তাঁর কর্মজীবনের অবসান ঘটেছে। লেখা বই-এর সংখ্যা ৫০-এর বেশি। বিজ্ঞানের দুরূহ তত্ত্বগুলোকে সাধারণের উপযোগী করে পরিবেশন করার ক্ষমতা অসাধারণ। কৃতিত্ব দেখিয়েছেন শুদ্ধ বিজ্ঞান অবলম্বনে গল্প ও ছড়া রচনার ক্ষেত্রেও। স্বৰ্গত রবীন বল বলতেন “শ্রী পাত্রের লেখা গল্পগুলো বড়ো আবেদনপূর্ণ। এমন দরদী ও মরমী মন একালে বিরল।” লেখকের ৯ খণ্ডে কিশোর জ্ঞানকোষ, ৭ খণ্ডে ৬০০ বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী এবং পশুপাখি-সংক্রান্ত অজস্র গল্প ও প্রবন্ধ ছোটোদের কাছে ভারি আকর্ষণীয়। বহু প্রকাশক পরিবেশ ও ভৌগোলিক আবিষ্কার সংক্রান্ত প্রবন্ধ এবং কিছু কিছু গল্পকে স্কুলের পাঠ্যপুস্তকেরও অন্তর্ভুক্ত করেছেন (সাহিত্য ও দ্রুতপঠনে)।