কত দিন পেরিয়ে গেছে, আজও স্মৃতিমালায় শোভিত মুর্শিদাবাদ নগরী বাঙালির গর্বের। ভারত মানচিত্রের একপ্রান্তে, একটি প্রাণচঞ্চল বাণিজ্যকেন্দ্র শতবর্ষ না পেরোতেই এক শোকসন্তপ্ত নিষ্প্রভ সাধারণ জনবসতিতে পরিণত। নিখিলনাথ রায় লিখেছেন—“ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদের স্থান অতি উচ্চ। অষ্টাদশ শতাব্দীর সমগ্র ভারতবর্ষ ব্যাপিয়া যে বিরাট রাজনৈতিক বিপ্লবের অভিনয় সংঘটিত হইয়াছিল মুর্শিদাবাদ তাহার রঙ্গভূমি। এইখানে বাঙ্গলার মুসলমান স্বাধীনতার সমাধি হয় এবং যে মহীয়সী শক্তি আসমুদ্র হিমালয় পরিকম্পিত করিয়া নবনব লীলার অবতারণা করিয়াছে, সেই ব্রিটিশ রাজশক্তি মুর্শিদাবাদেই প্রথম প্রস্ফুটিত হইয়া উঠে। মুর্শিদাবাদের সহিত বাঙালির জাতীয় উন্নতিরও ঘনিষ্ঠ সম্বন্ধ দেখা যায়। অষ্টাদশ শতাব্দীর ইতিহাসে বাঙালির উন্নতির যেরূপ চিহ্ন দৃষ্ট হয়, তাহাদের সমগ্র জাতীয় ইতিহাসের অল্পস্থানেই সেইরূপ চিহ্নের পরিচয় পাওয়া যায়।... মুর্শিদাবাদ অষ্টাদশ শতাব্দীর বাংলার শেষ রাজধানী, কাজেই মুর্শিদাবাদের ইতিহাস বলিলে অষ্টাদশ শতাব্দীর সমস্ত বাংলারই ইতিহাস বুঝিতে হয়।” প্রথম পর্বে মুর্শিদাবাদের প্রাচীন ইতিহাস গ্রন্থকে গুরুত্ব দেওয়া হলেও, বর্তমান পর্বে প্রাচীন ও বর্তমান মুর্শিদাবাদের মূল্যবান বেশ কিছু আলোচনা সংকলিত হয়েছে। ইতিহাস অনুসন্ধানীদের গভীর গবেষণালব্ধ তথ্যাবলী মুর্শিদাবাদের পরিচয়কে নতুনভাবে তুলে ধরতে সাহায্য করবে। আধুনিককালে বদলে যাওয়া জনবসতির সার্বিক পরিচয় তুলে ধরবার চেষ্টা করা হয়েছে বর্তমান পর্বে।
জন্ম ১৯৩৯ সালে বাংলাদেশের খুলনা জেলায় । ১৯৪৭ সাল থেকেই কলকাতায় বড় হওয়া ও লেখাপড়া শেখা। ১৯৬১ সালে যুগান্তর পত্রিকা গোষ্ঠীর সাপ্তাহিক ‘অমৃত' পত্রিকায় যোগ দেন । তারপর থেকে যুগান্তর, অমৃতবাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিন-এ চাকরি জীবন কাটিয়ে ২০০২ সাল থেকে দুষ্প্রাপ্য গ্রন্থ সম্পাদনা ও প্রকাশনার কাজে ব্যস্ত। ১৯৮৭ সালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপর স্বতন্ত্র দুখানি বই লেখেন—যা ১৯৯৯ সালে একখণ্ডে চব্বিশ পরগনা-উত্তর-দক্ষিণ-সুন্দরবন' নামে প্রকাশিত। পরবর্তীকালে দে'জ ইতিহাস গ্রন্থমালায় সম্পাদনা করেছেন—যশোহর খুলনার ইতিহাস (২ খণ্ড), ঢাকার ইতিহাস (২ খণ্ড), বিক্রমপুর- রামপালের ইতিহাস, বৃহত্তর বাখরগঞ্জের ইতিহাস, সুবর্ণগ্রামের ইতিহাস, দার্জিলিঙের ইতিহাস, কোচবিহারের ইতিহাস, ফরিদপুরের ইতিহাস, নোয়াখালি ও সন্দ্বীপের ইতিহাস, রাজসাহীর ইতিহাস, মেদিনীপুরের ইতিহাস (৩ খণ্ড), চট্টগ্রামের ইতিহাস, মুর্শিদাবাদের ইতিহাস (২ খণ্ড)। সিপাহি বিদ্রোহের ১৫০ বছর, বঙ্গভঙ্গ ও সমকালীন বঙ্গসমাজ,বাঙ্গালার ইতিহাস (২ খণ্ড), সিলেটের ইতিহাস, নদীয়ার ইতিহাস, বীরভূমের ইতিহাস, সাঁওতাল বিদ্রোহ— সমাজ ও জীবন, বঙ্গের জাতীয় ইতিহাস (নগেন্দ্রনাথ বসু) সিরাজদ্দৌলা (অক্ষয়কুমার মৈত্রেয়), বাঙ্গালার ইতিহাস- নবাবী আমল (কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়), মধ্যযুগে বাঙ্গালা (কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়), গৌড় রাজমালা (রমাপ্রসাদ চন্দ), উত্তরবঙ্গ : ইতিহাস ও ঐতিহ্য, গৌড় লেখমালা (অক্ষয়কুমার মৈত্রেয়), অগ্রন্থিত অক্ষয়কুমার, এবং অন্যান্য গ্রন্থ। ‘গণ-আন্দোলনের ছয় দশক' নামে দুটি মূল্যবান গ্রন্থও সম্পাদনা করেছেন। আঞ্চলিক ইতিহাস চর্চার আরও কয়েকখানি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশের অপেক্ষায়।