“বঙ্গভঙ্গ ও সমকালীন বঙ্গসমাজ” বই এর ফ্ল্যাপঃ বিশ শতকের প্রথম দশকেই “বঙ্গভঙ্গ বিরোধী” যে আন্দোলন বিদেশি শাসনের বিরুদ্ধে ভারতব্যাপী এক অগ্নিশিখা প্রজ্বলিত করেছিল, সেই শিখাই রচনা করেছিল উত্তরকালের বৃহত্তর রাজনৈতিক সংগ্রামের পটভূমি। অথচ জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের নেই কোনো প্রামাণ্য তথ্যনির্ভর ধারাবাহিক সম্পূর্ণ ইতিহাস। ফলে বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে ওই আন্দোলন বিষয়ে রয়েছে, হয়, ধারণার অভাব, নয়তো, ভুল ধারণা। উত্তাল সেই দিনগুলির হৃৎস্পন্দন বাণীবদ্ধ হয়ে আছে ‘সঞ্জীবনী’,‘ঢাকা প্রকাশ’ ‘The Statesman', “Bandemataram”, “স্বরাজ”, "Amrita Bazar Patrika" -র মতো তৎকালীন পত্রপত্রিকার প্রতিবেদনে, সরকারি ফরমানে, দেশনেতা জননায়ক-বিপ্লবীদের রচনায়, স্মৃতি-চারণায়, সমকালীন অসংখ্য দেশাত্মবোধক গানে—যার অনেককিছুই অযত্ন ও অবহেলায় বিস্মৃতির অন্ধকারে মিলিয়ে যাবার অপেক্ষায়। অক্লান্ত প্ৰয়াস ও প্রযত্নে নিতান্ত সেই অনিবার্য বিলুপ্তির ভ্ৰকুটি থেকে দুস্তপ্রাপ্য ও বিস্মৃতপ্রায় অমূল্য রত্নরাজি উদ্ধার করে সংকলক সযত্নে গেথেছেন হরেক রঙে ও গন্ধে-ভরা নানা ফুলের একখানি “বঙ্গভঙ্গ ও সমকালীন বঙ্গসমাজ” বই এর সূচিঃ * ইতিহাসের ধারা-১৭ * বজ্ৰশিখার উন্মেষ-৩১ * হিন্দুমেলা থেকে বঙ্গবিপ্লব-৪৭ * সন্ধিক্ষণের মুহুর্তে : ১৯০৫ -৮৯ * স্বদেশ : রবীন্দ্রনাথ ঠাকুর-(১৩৯-১৭৪) * স্বদেশি-আন্দোলন : পালাবদলের ডাক-(১৭৫ -২৫৬) * বঙ্গভঙ্গ : স্বদেশিগ্ৰহণ, বিদেশি বর্জন- (২৫৭-৩১২) * স্বদেশি আন্দোলন : মুসলমান সমাজ- (৩১৩-৩৪৪) * বঙ্গভঙ্গ : সংবাদ-সাময়িকপত্রের প্রতিবেদন- (৩৯৫-৫২২) * স্মৃতিচারণ –(৫২৩-৬১০) * ব্যঙ্গচিত্র –(৬১১-৬১৬) * স্বদেশি গান-(৬১৭-৬৫৪)
জন্ম ১৯৩৯ সালে বাংলাদেশের খুলনা জেলায় । ১৯৪৭ সাল থেকেই কলকাতায় বড় হওয়া ও লেখাপড়া শেখা। ১৯৬১ সালে যুগান্তর পত্রিকা গোষ্ঠীর সাপ্তাহিক ‘অমৃত' পত্রিকায় যোগ দেন । তারপর থেকে যুগান্তর, অমৃতবাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিন-এ চাকরি জীবন কাটিয়ে ২০০২ সাল থেকে দুষ্প্রাপ্য গ্রন্থ সম্পাদনা ও প্রকাশনার কাজে ব্যস্ত। ১৯৮৭ সালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপর স্বতন্ত্র দুখানি বই লেখেন—যা ১৯৯৯ সালে একখণ্ডে চব্বিশ পরগনা-উত্তর-দক্ষিণ-সুন্দরবন' নামে প্রকাশিত। পরবর্তীকালে দে'জ ইতিহাস গ্রন্থমালায় সম্পাদনা করেছেন—যশোহর খুলনার ইতিহাস (২ খণ্ড), ঢাকার ইতিহাস (২ খণ্ড), বিক্রমপুর- রামপালের ইতিহাস, বৃহত্তর বাখরগঞ্জের ইতিহাস, সুবর্ণগ্রামের ইতিহাস, দার্জিলিঙের ইতিহাস, কোচবিহারের ইতিহাস, ফরিদপুরের ইতিহাস, নোয়াখালি ও সন্দ্বীপের ইতিহাস, রাজসাহীর ইতিহাস, মেদিনীপুরের ইতিহাস (৩ খণ্ড), চট্টগ্রামের ইতিহাস, মুর্শিদাবাদের ইতিহাস (২ খণ্ড)। সিপাহি বিদ্রোহের ১৫০ বছর, বঙ্গভঙ্গ ও সমকালীন বঙ্গসমাজ,বাঙ্গালার ইতিহাস (২ খণ্ড), সিলেটের ইতিহাস, নদীয়ার ইতিহাস, বীরভূমের ইতিহাস, সাঁওতাল বিদ্রোহ— সমাজ ও জীবন, বঙ্গের জাতীয় ইতিহাস (নগেন্দ্রনাথ বসু) সিরাজদ্দৌলা (অক্ষয়কুমার মৈত্রেয়), বাঙ্গালার ইতিহাস- নবাবী আমল (কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়), মধ্যযুগে বাঙ্গালা (কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়), গৌড় রাজমালা (রমাপ্রসাদ চন্দ), উত্তরবঙ্গ : ইতিহাস ও ঐতিহ্য, গৌড় লেখমালা (অক্ষয়কুমার মৈত্রেয়), অগ্রন্থিত অক্ষয়কুমার, এবং অন্যান্য গ্রন্থ। ‘গণ-আন্দোলনের ছয় দশক' নামে দুটি মূল্যবান গ্রন্থও সম্পাদনা করেছেন। আঞ্চলিক ইতিহাস চর্চার আরও কয়েকখানি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশের অপেক্ষায়।