"মধ্যযুগের সাহিত্য কোচবিহার রাজদরবার (১ম খণ্ড)" বইয়ের ফ্ল্যাপের লেখা: কোচবিহার রাজদরবারের সাহিত্য কোচ শাসনাধীন কামরূপ কামতার সাহিত্য, যা বাংলার সাহিত্য সংস্কৃতির ইতিহাসে ভিন্ন মাত্রা যােগ করেছে। বাংলা সাহিত্যের পাশাপাশি অসমীয়া সাহিত্য -কেও সমৃদ্ধ করেছে। এই রাজ-দরবার; শুধু তাইনয় প্রাচীন কামরূপকামতা- কোচবিহারের আঞ্চলিক সাহিত্যধারা যা রাজবংশী নামে পরিচিত তারওনিদর্শন আছে কোচবিহার রাজদরবারেরচিত সাহিত্যে। অর্থাৎ ত্রিধারার সমন্বয়ে কোচবিহার রাজদরবারের সাহিত্য উত্তর-পূর্ব ভারতের সাহিত্য-সংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রেখেছে। শ্ৰীমন্ত শংকরদেব থেকে শুরু করে চৈতন্যদেবের সমন্বয় ঘটেছে এই রাজদরবারের রচিত সাহিত্যে। রামায়ণ, মহাভারত ভাগবত ইত্যাদি পুরাণ অনুবাদের ধারা বিশেষভাবে প্রাধান্য পেয়েছে,এছাড়াও আখ্যান-কাব্য,নাটক (নাট), টীকাভাষ্য রচনার বিপুল সম্ভার লক্ষ্যনীয়। সংস্কৃত সাহিত্য চর্চার ক্ষেত্রেও কোচবিহার রাজদরবারের ষােড়শ শতক থেকে প্রায়। উনিশ শতকের প্রথমার্ধ। পর্যন্ত মধ্যযুগের সাহিত্য চর্চায় কোচবিহার রাজদরবারে রচিত সাহিত্য নানা দিক থেকে আলােচিত হয়েছে এই গ্রন্থে।