সেকালের গােয়েন্দা কাহিনি নির্বাচন করার সময় বেছে নেওয়া হয়েছিল ১৩০১ থেকে ১৩২০ বঙ্গাব্দ পর্যন্ত লেখা কাহিনিগুলি। বাংলা গােয়েন্দা কাহিনির এই সূচনাপর্ব থেকে পরবর্তী ১৫-২০ বছর হল গােয়েন্দা উপন্যাসের সবথেকে বৈচিত্র্যময় আর ফলপ্রসূ সময়। ইংরেজি গােয়েন্দা সাহিত্যের কারবারিরা মনে করেন শার্লক হােমসের আবির্ভাব থেকে ১৯৩০-এর দশক পর্যন্ত সময়টি ইংরেজি গােয়েন্দা সাহিত্যের “The Golden Age'। বাংলার ক্ষেত্রে তত বড় দাবি না করা হলেও একথা বলতে দ্বিধা নেই যে আমাদের আলােচ্য সময়ে সংখ্যায় যত বেশি গােয়েন্দা কাহিনি লেখা হয়েছিল তা পরবর্তী দশকগুলিকে ছাপিয়ে যায়। সংকলনে ১২জন লেখক আর তাঁদের ১৪টি রচনা নির্বাচন করা হয়েছে। নির্বাচন করা হয়েছিল মােটামুটি প্রতিনিধিস্থানীয় লেখক আর তাদের একটি করে কাহিনি (দু’-একটি ব্যতিক্রম বাদে)যাতে এই কালপর্বটিকে ধরা যায়। পরিসরের কারণেই প্রথম খণ্ডে সবক’টি লেখার স্থান হয়নি, তাই অবশিষ্ট সাতটি কাহিনি নিয়ে এবারের সংকলন। প্রথম খণ্ডে নির্বাচিত ১২জন লেখক সম্পর্কে প্রাপ্ত তথ্য হাজির করা হয়েছিল। সেইসঙ্গে নির্বাচিত বইগুলি সম্পর্কে যতদূর জানা গেছে সে কথাও বলা হয়। এবার সেই অনুষঙ্গ টেনেই আরও কিছু নতুন তথ্য যােগ করার চেষ্টা। গতবার কিছু উল্লেখ থাকলেও বাদ গিয়েছিল বইগুলির বিজ্ঞাপনের বিষয়টি। এবারের চেষ্টা যতদূর সম্ভব সেই ঘাটতি পূরণের। অর্থাৎ গােয়েন্দা কাহিনির সূচনা ও বিস্তারের পাশাপাশি তার বিপণন। কবুল করা ভাল যে সংকলনের অন্তর্ভুক্ত সবক’টি বইয়ের বিজ্ঞাপন যে সংগ্রহ করা গেছে তা নয়, সেটা আমাদের অক্ষমতা বলেই ধরে নেওয়া যাক। বইয়ের বিজ্ঞাপন আবার এমন কোনও কোনও তথ্যের হদিশ দিয়েছে যা আমাদের আগের কিছু বক্তব্যকে ভুল প্রমাণ করেছে, সে কথাও যথাস্থানে বলা যাবে।