সাইমন জাকারিয়া (Saymon Zakaria), সব্যসাচী লেখক। কবিতা থেকে শুরু করে গান, নাটক, উপাখ্যান, টেলিভিশন ও চলচ্চিত্রের পাণ্ডুলিপি রচনা, এমনকি স্বপ্রণোদিত গবেষণাকর্ম সম্পাদনে তাঁর নিষ্ঠা ইতোমধ্যে সুধীসমাজের স্বীকৃতি অর্জন করেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর সৃজনশীল সাহিত্য রচনা ও গবেষণাকর্ম অভিনন্দিত হয়েছে। তিনি ২০১২ খ্রিষ্টাব্দ থেকে আমেরিকার দি ইউনিভার্সিটি অব শিকাগোর ভিজিটিং স্কলার হিসেবে সেখানকার বিভিন্ন বিভাগে ক্লাস লেকচার দেওয়াসহ বিভিন্ন ধরনের সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আমেরিকার ইউনিভার্সিটি অব ওয়াসিংটন, ইউনিভার্সিটি অব প্যান্সিলভানিয়া, ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া; ফ্রান্সের বিবলিওথেকো ন্যাশনালে দে ফ্রান্স (ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার); জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ; রোমারিয়ার সাপেন্সিয়া—হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অব ট্রান্সেলভানিয়া প্রভৃতি স্থানে একাডেমিক বক্তৃতা উপস্থাপন করেছেন। এছাড়া, নানাবিধ কর্মশালা ও জনসংস্কৃতি গবেষণা করেছেন শ্রীলঙ্কা, ফিলিপাইন্স, নেপাল, তুরস্ক, শ্রীলংকা, ভারত, মরক্কো, কিরগিজ রিপাবলিক প্রভৃতি দেশে। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটকের ভাষারীতি শীর্ষক অভিসন্দর্ভের জন্য ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি এবং বাংলাদেশের লোকায়ত রামায়ণের রাম—সীতা চরিত্র শীর্ষক অভিসন্দর্ভের জন্য জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। তাঁর সৃষ্টিশীল, গবেষণা ও সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে- কাব্যগ্রন্থ: সদানন্দের সংসারে, আনন্দময়ীর আগমনে, অবণাগবণ: সমকালীন বাংলা ভাষায় প্রাচীন চর্যাপদের রূপান্তরিত গীতবাণী; উপন্যাস: কে তাহারে চিনতে পারে, কূলহারা কলংকিনী; নাটক: শুরু করি ভূমির নামে, বোধিদ্রুম, উত্তরলালনচরিত, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কী, মহাকবির সমস্যা, নাটকসংগ্রহ [প্রথম ও দ্বিতীয় খণ্ড]; গবেষণা: প্রাচীন বাংলার বুদ্ধ নাটক, বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক—বৈচিত্র্য, Pronomohi Bongomata: Indigenous Cultural Forms of Bangladesh, প্রণমহি বঙ্গমাতা [৫টি খণ্ড], রবীন্দ্রনাথ জনমানুষের কাছে, Traditional Musical Instruments (A descriptive catalogue of the Traditional Musical Instruments in the Bangladesh National Museum), বাংলাদেশের লোকসংগীত, সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি, কামাল চৌধুরী: স্বদেশের জল মাটি, বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস (যৌথভাবে রচিত), ফোকলোর ও লিখিত সাহিত্য: জারিগানের আসরে ‘বিষাদ—সিন্ধু’ আত্তীকরণ ও পরিবেশন—পদ্ধতি (যৌথভাবে রচিত), বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র (যৌথভাবে রচিত); সংকলন ও সম্পাদনা: সেলিম আল দীন রচনাবলী [৮টি খণ্ড], নাট্যচিন্তা: রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা একাডেমি ফোকলোর সংগ্রহমালা [১ম থেকে ৮৫তম খণ্ড], City of Mirrors: Songs of Lālan Sāi (Text, Translation and Commentary by Carol Salomon, co-editor Keith E. Cantu), বাংলাদেশের লোকশিল্পী তালিকা, পুথিকাব্য: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ প্রভৃতি উল্লেখযোগ্য। সম্পাদনা করেন ভাবনগর : ইন্টারন্যাশনাল জার্নাল অব বেঙ্গল স্টাডিজ। লেখালেখির পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সংগীত—নাট্য—নৃত্য ও সংস্কৃতি সম্পর্কিত অনুষ্ঠানের গবেষণা, পরিকল্পনা ও সঞ্চালনার সাথে যুক্ত। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৯), প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার (১৪১৫), মধুসূদন একাডেমি পুরস্কার (২০১৮)সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। জন্ম ৩ ডিসেম্বর ১৯৭২, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জুগলি গ্রামে, পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার বসন্তপুর গ্রামে।