রূপন্তী প্রকাশনীর HSC গণিত বইয়ের বৈশিষ্ট্য: (i) সহজ ভাষায় রচিত তাই নিজে নিজে পড়েও বিষয়বস্তু আয়ত্তে আনা যায়। (ii) শিক্ষার্থীবান্ধব উপস্হাপনা। (iii) একই নিয়মের অংকগুলি একই গুচ্ছে সাজানো তাই গুচ্ছের একটি অংক করলেই নিয়মটি আয়ত্তে চলে আসবে এবং অল্প সময়ে অনুশীলনী শেষ হবে। (iv) একই নিয়মের অংকগুলি একসাথে থাকার ফলে অন্যান্য বই শেষ করতে ৮০ লেকচারের প্রয়োজন হলে এই বই শেষ করতে ৬০ লেকচারই যথেষ্ঠ অর্থাৎ প্রায় ২৫ পার্সেন্ট সময় কম লাগবে। (v) MCQ সলভের প্রয়োজনীয় সকল #শর্টকাট_টেকনিক এই বইয়ে পর্যাপ্ত উদাহরণসহ দেওয়া আছে যেন স্বল্পতম সময়ে MCQ সলভ করা যায়। (vi) বিগত সকল বোর্ড পরীক্ষার CQ এবং MCQ হুবহু এই বই থেকে এসেছে যার ফলে সম্মানিত শিক্ষক এবং সুপ্রিয় শিক্ষার্থী মহলে চমৎকার বই হিসাবে বইটির গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। (vii) BUET, DU সহ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন বইটিতে একই নিয়মের অংকগুলির সাথে দেওয়া আছে যেন অতিরিক্ত সময় ব্যয় না করে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নেওয়ার সময় একইসাথে বোর্ড পরীক্ষা এবং এডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া যায়। (viii) অধ্যায়ভিত্তিক প্রয়োজনীয় সকল সূত্র একসাথে বইয়ের শুরুতে দেওয়া আছে যেন পরীক্ষার আগ মুহূর্তে সব সূত্র (একনজরে) রিভিশন দেওয়া যায়। (ix) কারিকুলাম অনুযায়ী সকল থিউরী পর্যাপ্ত উদাহরণসহ আলোচনা করা আছে। (x) কাঠিন্য এবং অপ্রয়োজনীয় অংশ বর্জিত।
বি.এসসি অনার্স (ফার্স্ট ক্লাস সেকেন্ড), এম.এসসি (ফার্স্ট ক্লাস ফি), ঢাকা বিশ্ববিদ্যালয়। সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান গণিত বিভাগ বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকা । প্রাক্তন প্রভাষক ঢাকা সিটি কলেজ রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।