"গ্রিক বীরদের আখ্যান" বইটির 'ভূমিকা' থেকে নেয়াঃ লুক স্কাইওয়াকার, ব্যাটম্যান, এমনকি রাজা আর্থারেরও আগে এই পৃথিবীতে এসেছিল গ্রীক বীরেরা। এই নির্ভীক, তেজস্বী যােদ্ধারা জানতেন কী করে লড়তে হয়! ভাবুন তাে, এক আঁধার গােলকধাঁধায় ষাঁড়ের মাথাঅলা এক প্রাণীর সামনে দাঁড়িয়ে আছেন। হাতে কোন অস্ত্র নেই। কী অবস্থা হবে আপনার! ভাবুন তাে, আপনার প্রাণের দুশমনের জন্য বারােটি কাজ করতে হলে কেমন লাগবে আপনার! সে-সব কাজের মধ্যে আছে পাতাল-রাজের পােষা কুকুর চুরি করার মতাে ছােটখাটো কাজ, তেমনি আছে আট-মাথাঅলা হাইড্রা হত্যা, কিংবা আস্তাবলের ১২০০ কোটি কেজি নাদ পরিষ্কার করার মতাে কাজ। মেডুসার মতাে শত্রুকে মােকাবেলা করার কথা ভাবুন তাে, যে আপনাকে পলকে পাথরে করে দিতে পারবে। ছােটবেলায় গ্রীক বীর হতে চাইতাম আমি। তারা যেসব চ্যালেঞ্জের মুখােমুখি হয়েছিলেন আমারও সে-সবের মুখােমুখি হতে ইচ্ছে করত। তবে, ওই আস্তাবল পরিষ্কারের কাজটা করতে ইচ্ছে করত না কখনও। বাদবাকি সবগুলাে অভিযানে যাবার ইচ্ছে ছিল ষােলােআনা। পার্সিয়াসের তলােয়ার, পাখাঅলা জুতাে ধার নিতে চাইতাম। আর নিতে চেয়েছিলাম ওর বিশেষ ওই ঢালটা। ওই যে, যেটায় প্রতিফলন তৈরি হয়। আরগাে-র পাল তুলে জেসনের সঙ্গে বেরিয়ে পড়তে চাইতাম সােনার ভেড়া উদ্ধারের জন্যে। হারকিউলিসের মতাে শক্তিশালী হতে চাইতাম। চাইতাম তার মতােই এক ঘুষিতে দৈত্যদের ভবলীলা সাঙ্গ করে দিতে। রজার ল্যান্সেলিন গ্রিনের এ বইটি সর্বপ্রথম গ্রিক পুরাণের আশ্চর্য মায়াময় জগতের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। এ বইটি না পড়লে বােধহয় পার্সি জ্যাকসনের বইগুলাে লেখা হতাে না আমার। আপনি যদি ফ্যান্টাসি, কমিক্স, যুদ্ধ আর অ্যাডভেঞ্চার সিনেমা, হরর বা দানবদের নিয়ে কোন বই পছন্দ করেন করেন, তাহলে গ্রিক বীরদের আখ্যান আপনার ভালাে লাগবে। কারণ, এসব কিছুরই শুরু হয়েছে গ্রিক পুরাণ থেকে। এ বইয়ের গল্পগুলােতে আপনি মুখােমুখি হবেন এমন ষাঁড়ের যার নিঃশ্বাসের সাথে বেরােয় আগুন। দেখা হবে বহু-মাথাঅলা ড্রাগনের সাথে। আরও পাবেন চতুর জাদুকরী, বিশ্বাসঘাতক সেন্টর, ঈর্ষাকাতর দেবতা আর দুরাচার রাজাদের গল্প। অজানা সাগরে পাল তুলে বেরিয়ে পড়বেন জাহাজ নিয়ে, উঠবেন অলিম্পাস পর্বতের চূড়ায়, পাতালে নেমে যাবেন হেডিসের কাছে। সবগুলাে গল্পের সমাপ্তি সুখকর নয়, কারণ একজন বীরের অভিযাত্রা কোন ফুল বিছানাে পথ নয়। মারাত্মক ঝুঁকিপূর্ণ সব অভিযানে বেরােন একজন বীর। তবে দীর্ঘ এই যাত্রায় অসংখ্য বিশ্বস্ত বন্ধু আর সাহসী মিত্রের সঙ্গে দেখা হবে আপনার।