ভূমিকা এই গ্রন্থটিতে আলোচিত হয়েছে বাংলার শহুরে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারভুক্ত মুসলিম নারীর স্বাধীনতার জন্য সংগ্রাম। ‘স্বাধীনতা' কথাটি এখানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এই ‘স্বাধীনতা’ বলতে অবরোধ মুক্তির সংগ্রাম, শিক্ষালাভের জন্য প্রচেষ্টা, সামাজিক ও রাজনৈতিক অধিকার অর্জনের লড়াই এবং সর্বোপরি ঔপনিবেশিক শাসন থেকে দেশের স্বাধীনতালাভের জন্য আন্দোলনকে বোঝানো হয়েছে। উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বাঙালি মুসলিম সমাজে যে পরিবর্তনের সূচনা হয় তার ফলে মুসলিম সমাজের যুক্তিবাদী, উদার ও প্রগতিশীল অংশ নারীদের দীর্ঘদিনের বৈষম্য-বঞ্চনার অবসান কামনা করেন। ঐতিহ্যিক মসুলিম সমাজে নারী যুগ যুগ ধরে যে শোষণ-অত্যাচারের শিকার হয়েছিল তার অবসানের জন্য মুসলিম সমাজে ভাবনাচিন্তা শুরু হয়। এ সময়ে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারভুক্ত কতিপয় নারী ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে। এঁরা স্ত্রীশিক্ষা ও স্ত্রী স্বাধীনতার জন্য সক্রিয় হন, নারীর সামাজিক, আইনগত, রাজনৈতিক অধিকার অর্জনে সরব হন এবং দেশের মুক্তি সংগ্রামেও নারীদের অংশ নিতে আহ্বান জানান। ফলে ঔপনিবেশিক বাংলায় এক ধরনের নারী আন্দোলনের সূচনা হয়।
বর্তমান গ্রন্থটিতে ১৮৭৩ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলার শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারভুক্ত মুসলিম নারী সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবজনক ভূমিকা আলোচিত হয়েছে এবং ঐতিহ্য, আধুনিকতা ও পরিবর্তনের প্রেক্ষাপটে ঔপনিবেশিক বাংলার মুসলিম নারীসমাজের সংগ্রামের আনুপূর্বিক ইতিহাস বিবৃত হয়েছে।