ভূমিকা অ্যাজমা খুবই সাধারণ অসুখ। এই সাধারণ অর্থ ‘বিশিষ্টতাহীন’ নয়, ‘সর্বত্র ও সর্বজনের মধ্যে বর্তমান’—সব জায়গায় ও সব ধরনের মানুষের মধ্যে উপস্থিত, ইংরেজিতে যাকে বলে common। বিশেষজ্ঞদের মতে, “Asthma is one of the most common medical conditions in the world." অ্যাজমা শীতগ্রীষ্ম মানে না। শীতপ্রধান দেশে যেমন অ্যাজমা দেখা যায়, গ্রীষ্মপ্রধান দেশেও তেমনি অ্যাজমা দেখা যায় । কেবল বৃটেনেই প্রাপ্তবয়স্কদের মধ্যে পঁচিশ জনে এক জন আর অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সাত জনে এক জন অ্যাজমার তুল্য কাশিতে আর শ্বাসকষ্টে আক্রান্ত হয় ৷ অনুসন্ধানে দেখা গিয়েছে, বৃটেনে অ্যাজমা ভয়ঙ্কর ভাবে বাড়ছে। বয়স্কদের মধ্যে যেমন বাড়ছে, অবয়স্কদের মধ্যেও তেমনি বাড়ছে। অ্যামেরিকায় আঠারো বছর বয়সের নিচে প্রায় আটচল্লিশ লক্ষ শিশু, তার মানে পনেরো জনে এক জন অ্যাজমায় আক্রান্ত । গত পনেরো বছরে সে দেশে পাঁচ বছরের কম বয়সের শিশুদের মধ্যে অ্যাজমা বেড়েছে এক শ ষাট শতাংশ । প্রতি বছর প্রায় তিন শ শিশু সে দেশে অ্যাজমায় মারা যায় এবং দেড় লক্ষ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়। অ্যাজমা খুবই মারাত্মক হতে পারে, কিন্তু আধুনিক চিকিৎসায় অ্যাজমা নিয়েও আপনি ভালো থাকতে পারেন, খুবই ভালো। বিশেষজ্ঞরা বলেন, “Millions of people are living with asthma . If you take care of yourself, you can enjoy a healthy, active life with asthma.” অ্যাজমাবিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে ঠিক মতো চিকিৎসা করালে প্রায় সকলেই উপসর্গ নিয়ন্ত্রণে রাখতে পারেন, যদি কখনও অ্যাজমার আক্রমণ ঘটে তাহলে উপযুক্ত ভাবে তার মোকাবিলা করতে পারেন এবং কার্যত, ইংরেজিতে যাকে বলে ‘to all intents and purposes', সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।
এই গ্রন্থে সেই কথাই বলা হয়েছে—অ্যাজমা কী তা যেমন বলা হয়েছে, অ্যাজমা কেন হয় ও হলে কী ভাবে বিজ্ঞানের পথে তার চিকিৎসা করা যায় সে কথাও তেমনি বলা হয়েছে।