ভূমিকা এই বইয়ের প্রায় সব লেখাই ‘সংবাদ প্রতিদিন’-এর ‘রোববার ' পত্রিকায় ছাপা হয়েছিল। ঋতুপর্ণ-অনিন্দ্য-চন্দ্রিল এই ত্রয়ীর যোগসূত্রে। ওদের যে আমার ওপর একটা দাবি আছে তাতে ভুল নেই। কিন্তু এই দাবি আমাকে কতটা অনুপ্রাণিত করে সেকথা ওদের কখনও জানানো হয়নি। আজ, এখানে, বলে রাখলাম । বিভিন্ন সংখ্যায় ‘রোববার'-এর বিভিন্ন কভার-স্টোরি হিসেবে এই গদ্যগুলি লেখা হয়েছে। একবার, পুজোর সময় মলাট ছিল : ‘বাপের বাড়ি’। কারণ, মা দুর্গা তো বাপের বাড়ি আসেন ওই সময়টা। আমি সেখানে লিখেছি : ‘আকাশ থেকে শিখলাম । একবার মলাট হল : ‘গন্ধ’। আমার লেখার নাম দিয়ে দিল অনিন্দ্য : ‘গন্ধবন্ধনে।’ আর একবার ওইরকম পুজোর পরপরই দশমী কাটিয়ে বেরোল : ‘দুগ্গা, দুগ্গা’ কভার-স্টোরি। ঋতুপর্ণ-র দেওয়া নাম। আমার গদ্যের নামও এক-ই রাখা হল। এইসব লেখা যখন একসঙ্গে জড়ো করা হচ্ছে, তখন দুর্গাপুজো নিয়ে আমার আর-একটি লেখাও যেন নিজে থেকেই এর সঙ্গে যুক্ত হতে চাইল : ‘ছোটবেলা নামক শহরে'। সে লেখা অবশ্য রোববারে বেরোয়নি। ‘দোয়েল’-এর বইতে ছাপা আছে সে-লেখা। ‘রোববার’-এর কথায় ফিরে আসি। ‘জানলার সিট' নামে একটা সংখ্যা হল ‘রোববার’-এর। আমার লেখাটার হেডিং করল চন্দ্রিল : ‘একলা কান্নার স্নানঘর।’ এই বইয়ের নামও সেটাই রইল। বলা দরকার, এই নিয়ে আমার তিনটে গদ্য বইয়ের নাম দিল চন্দ্রিল। যদিও একে কি বই বলব? না, বই নয়। এ হল সংকলন। সংকলন কর্তা বীজেশ।
জয় গোস্বামী ১৯৫৪ সালের ১০ নভেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে জন্ম গ্রহণ করেন।তিনি হচ্ছেন একজন ভারতীয় কবি। তিনি বাংলা ভাষার এক আধুনিক কবি এবং উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত। জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।