"বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবার " বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ “বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবার” বেবী মওদুদের বিভিন্ন সময়ের লেখার সংকলন। তিনি এই পরিবারকে খুব কাছ থেকে দেখেছেন ও জেনেছেন। সেই দেখা ও জানার মধ্যে তার যে আগ্রহ এবং অভিজ্ঞতা হয়েছিল সেসবই তিনি বিভিন্ন লেখার মধ্যদিয়ে তুলে ধরেছেন। এই তথ্য ও অভিজ্ঞতাগুলাে অবশ্যই ইতিহাসের জন্য অত্যন্ত মূল্যবান। বিশেষ করে যারা এই মহান নেতাকে জানতে চাইবেন, তারা নিশ্চয় তাঁর। পরিবারের আত্মত্যাগকে শ্রদ্ধা না করে পারবেন না। টুঙ্গিপাড়া গ্রামের শেখ মুজিবুর রহমান একদিন বঙ্গবন্ধু হয়ে উঠলেন এবং একটি ‘জাতির জনক হয়ে ওঠা-অনেক বড় বিষয়। রাজনৈতিক নেতাদের জীবনের নানা কথা আমরা শুনি। বিপ্লবী নেতাদের সংগ্রামী জীবন, দুঃসাহসী আন্দোলন আমাদের উজ্জীবিত করে। তাঁদের আদর্শ ও দূরদর্শিতা আমাদের কাছে বিশেষভাবে অনুসরণীয় হয়ে থাকে। কিন্তু সেই মাপের মানুষ হয়ে ওঠার পেছনে তার পরিবারের যে ভূমিকা সেটা আমরা স্মরণ করি না। বেবী মওদুদের লেখা এই তথ্যপূর্ণ ও সতনিষ্ঠ প্রবন্ধগুলাে সেই দায়িত্বটুকু পালন করেছে মাত্র। “বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবার” একটি উল্লেখযােগ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হবে—এই প্রত্যাশা রাখছি।
লেখক, সাংবাদিক ও সংদস সদস্য বেবী মওদুদ-এর জন্ম ১৯৪৮ সালের ২৩শে জুন। তার পিতা বিচারপতি আবদুল মওদুদ এবং মাতা হেদায়েতুন নেসা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতক ও ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছােটবেলা থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন দৈনিক পত্রিকার ছােটদের পাতায়। লিখতে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, বাংলাদেশের নারী, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, ফজিলাতুননেছা রেণু (জীবনীগ্রন্থ), রােকেয়া পাঠ, আমার রােকেয়া, চিরন্তন প্রতিকৃতি-রােকেয়া, প্রতিবন্ধীদের আনন্দময় জীবন, প্রতিবন্ধিতা অভিশাপ নয়-প্রভৃতি উল্লেখযােগ্য। তাঁর শিশুতােষ রচনাগুলাের মধ্যে শেখ মুজিবের ছেলেবেলা, সুষি পুষি টুশি, দীপ্তর জন্যে। ভালােবাসা, টুনুর হারিয়ে যাওয়া, শান্তর আনন্দ, এক যে ছেলে আনু, মুক্তিযােদ্ধা মাণিক, কিশাের সাহিত্য সমগ্র, আবু আর বাবু, পুটুর জন্যে ছড়া ও কবিতা, টুনটুনি টুনটুন, রাসেলের গল্প, বাঙালির শুদ্ধনাম শেখ মুজিবুর রহমান, আমি রাজু উল্লেখযােগ্য। তাঁর সম্পাদিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। মৃত্যু ২৫শে জুলাই ২০১৪।