সাতখানা মাল বোঝাই বগি নিয়ে ছোট্ট চার নম্বর ইঞ্জিনটা ঝনঝন শব্দ তুলে হোঁচট খেতে খেতে সেলসটন থেকে এগিয়ে আসছিল। মোড়ের কাছ থেকে শব্দ শুনে মনে হচ্ছিল গাড়িটা বুঝি প্রচণ্ড জোরে আসছে। কিন্তু চমকে ওঠা একটা বাচ্চা-ঘোড়া ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে এক ছুটে স্বচ্ছন্দে গাড়িটাকে হারিয়ে দিয়ে মাঝ-বিকেলের আলোয় অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। রেললাইন ধরে একটি মেয়ে আন্ডারউডের দিকে হেঁটে আসছিল। ঝোপঝাড়ের দিকে নেমে গিয়ে মেয়েটি ওর হাতের ঝুড়িটা একপাশে নামিয়ে রাখল, তারপর এগিয়ে আসা ইঞ্জিনটার চালক-মঞ্চের দিকে তাকিয়ে রইল অপলক। প্রচণ্ড শব্দ তুলে বগিগুলো একে একে ধীর ও অনিবার্য গতিতে এগিয়ে যেতে লাগল-ঝাঁকুনি তুলে এগিয়ে চলা বগিগুলো মোড় ঘুরে কপিস ঝোপগুলোর দিকে এগিয়ে চলল। ওকগাছের শুকনো পাতা সেখানে নিঃশব্দে ঝরে পড়ছে। গাছগাছালিতে ইতিমধ্যেই সন্ধ্যা নেমে এসেছে, বগিগুলোর পাশাপাশি টুকটুকে লাল শরীর ভাসিয়ে পাখিগুলো উড়ে গেল সেদিকে। ইঞ্জিনের ধোঁয়া ফাঁকা জমিতে নিচের দিকে নেমে এসে লেগে রইল অমসৃণ ঘাসের বুকে। মাঠগুলো বিষণ্ণ আর জনহীন। জলা জমিটার শেষ প্রান্তে সরগাছে ভর্তি একটা পুকুর। মুরগিগুলো আলডার ঝোপের মাঝখান দিয়ে ছুটোছুটি শেষ করে তাদের আলকাতরা মাখানো খোঁয়াড়ে ফিরে গেছে। পুকুরের ওধারে কোলিয়ারির প্রান্তভাগটা বিকেলের বদ্ধ আলোয় অস্পষ্টভাবে ওপরের দিকে উঠে গেছে, আগুনের শিখা একটা রক্তিম ক্ষতের মতো জিভ মেলে দিয়েছে আশপাশের পাঁশুটে অঞ্চলগুলোর দিকে। তারপরেই জেগে রয়েছে ব্রিনসলে খনির ক্রমশ সরু হয়ে ওঠা চিমনিগুলো।
David Herbert Lawrence (11 September 1885 – 2 March 1930) was an influential writer, poet and literary critic. Highly controversial during his life, since his death he has gained a widespread esteem and is seen as one of the great modern novelists. He was born in a poor Nottingham-shire mining town. He was an outstanding pupil and gained a rare county council scholarship which enabled him to continue his studies at Nottingham High School. After working for a brief spell in a factory, he was able to get a teaching certificate and gained employment teaching. In 1912 he met Frieda Weekly (nee Von Richthofen), and although she was married with three children they fell in love and eloped to the French town of Metz on the border of Germany. They would remain faithful life partners for the rest of their lives. D.H.Lawrence was an unconventional thinker who could see beyond the prevailing orthodoxy of the day. For example, he was profoundly anti-militarism, and during the patriotic fervor of the First World War his pacifism made him deeply unpopular (especially because he also had a German wife) He was suspected of spying whilst living in Cornwall and forced to leave. At the end of the First World War, he began his long and frequent travels around the world. He termed this period his ‘savage exile He traveled all around the world including various scenic parts of Italy and for several years in Mexico – where he hoped to establish a utopian community. However, a period of pneumonia, which affected him throughout his life, forced him to return to Europe. In died in 1930, aged just 45. His notable works include Sons and Lovers, The Rainbow, Women in Love, and Lady Chatterley’s Lover. During the period, many commentators felt D.H.Lawrence had wasted his talents in producing ‘pornographic works for which he became renowned. At the time of his death, few save E.M.Forster, A. Huxley and a few close friends defended his reputation as a great writer. However, following his death, opinion slowly changed as people came to recognize his contribution to modernist literature and the powerful impression that his novels left on the reader.