ফ্ল্যাপে লিখা কথা বর্তমান সংকলনটি ২০০৮ সালে প্রকাশিত ‘বাংলাদেশের যুদ্ধাপরাধী জামায়াত এবং জঙ্গি প্রসঙ্গ’ এর ৩য় খণ্ড। ১৯৭২-২০০৮ সাল পর্যন্ত নানা কারণে জাতির জীবনের গুরুত্বপূর্ণ দাবি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় কার্যকরভাবে দাঁড় করানো সম্ভব হয়নি। প্রত্যাশা ছিল ১/১১- এ পরিবর্তিত তত্ত্বাবধায়ক সরকার এই প্রত্যাশা পূরণে এগিয়ে আসবেন। কিন্তু তাঁরা তা করেননি। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের প্রাক্কালে ভোটারদের নিকট থেকে যুদ্ধাপরাধদের বিচারের দাবি জোরালোভাবে উঠে আসতে থাকে। বিশেষ করে সেক্টর কমান্ডারস্ ফোরামের আন্দোলনের ফলে জাতি নতুন করে উক্ত লক্ষে উজ্জীবিত হয়ে ওঠে। এ অবস্থায় স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী মূলদল আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোট যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি তাদের নির্বাচনী ইশতেহারে সংযোজন করে। প্রগতিশীল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এই যৌক্তিক দাবির প্রতি অকৃত্রিমভাবে সমর্থন যোগায়। ২০০৮ সালের নির্বাচনের প্রাক্কালে এ দাবিটি প্রচুর জনসমর্থন পেতে থাকে। বিশেষ করে ১৯৭৫-পরবর্তী সেনাসমর্থিত ও চারদলীয় জোট সরকারের ক্ষমতার স্বার্থে জামায়াত ও যুদ্ধাপরাধীপ্রীতির বিরুদ্ধে সচেতন যুব সমাজ ফুঁসে ওঠে। প্রত্যাশা করা যায়, ২০০৮ সালের নির্বাচনের ভোটারগণ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে বাধ্য করবেন; কার্যত তা জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নেবে। জাতীয় স্বার্থে সচেতন পাঠকদের জন্য সংকলনটি উপযুক্ত হবে এবং এটি ইতিহাসের একটি অনন্য দলিল ও পরবর্তী গবেষকদের জন্য পাথেও হয়ে থাকবে।
Title
বাংলাদেশের রাজনীতি : যুদ্ধাপরাধী জামায়াত এবং জঙ্গি প্রসঙ্গ - ৩য় খণ্ড