”বাংলা কথা সাহিত্য: ভিন্নস্বর ভিন্ন শৈলী” ফ্ল্যাপে লিখা কথা এই সময়ের প্রতিশ্রুতিশীল প্রাবন্ধিক সরকার আবদুল মান্নান দীর্ঘদিন ধরে কথাসাহিত্য নিয়ে ভাবছেন ও লিখছেন। বিষয় উপস্থাপনের ক্ষেত্রে তিনি অন্তরাশ্রয়ী ও গভীরতর অনুধ্যানে বিশ্বাসী। শুধু বিষয়ভাবনায়ই নয়, বিষয়ীকেও তাৎপর্যপূর্ণ নিরীক্ষার ভিতর দিয় তিনি নির্মাণ করেছেন নিজস্ব এক গদ্যভঙ্গি। অর্থাৎ তাঁর গদ্য ভাস্কর্যপ্রতিম দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং আনন্দিত অবয়বে সুষমামণ্ডিত। সরকার আবদুল মান্নান চিন্তার চর্চায় বিশ্বাসী। ফলে তাঁর গধ্যের মধ্যে একজন নিষ্ঠাবান ভাবুকের নিরবচ্ছিন্ন অঙ্গীকার লক্ষ করা যায়। যে গভীরতর ভাবনা তিনি পাঠকের সম্মুখে উপস্থাপন করেন সেই ভাবনার মধ্যে তিনি বহুতর ভাবনা-বীজ উপ্ত করে রাখেন। ফলে তাঁর গদ্য পাঠকের মধ্যে চিন্তার খোরাক করে থাকে। সরকার আবদুল মান্নান জীবনের প্রতি গভীর মমত্বশীল মানুষ। তাঁর গদ্যে এই মমত্বের পরশ লেগে থাকে।
এই গ্রন্থে ভিন্নধারার কয়েকজন কথাসহিত্যিক ও প্রাবন্ধিকের জীবন-জিজ্ঞাসা অন্বেষণই তাঁর উদ্দিষ্ট। প্রবন্ধগুলো তাঁর বিচিত্র ভঅবনার বিষয় হলেও চিন্তার অন্বয় স্পষ্টতর। আর এখানেই প্রবন্ধগুলোর এক মলাটে থাকার অধিকার।
ড. সরকার আবদুল মান্নান ১৯৬৪ সালের ২১-এ জুলাই চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাে. আবদুল হাকিম সরকার ও মাতা মমতাজ বেগম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৮৫ সালে সম্মানসহ স্নাতক, ১৯৮৬ সালে স্নাতকোত্তর, ১৯৯৫ সালে এমফিল এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি কলেজের সহযােগী অধ্যাপক। এবং বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ডের প্রধান সম্পাদক হিসেবে কর্মরত। সরকার আবদুল মান্নান গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। তাঁর প্রকাশিত গ্রন্থ : জগদীশ গুপ্তের রচনা ও জগৎ (২০০১); উপন্যাসে তমসাবৃত জীবন : নরেশচন্দ্র সেনগুপ্ত, জগদীশ গুপ্ত ও মানিক বন্দ্যোপাধ্যায় (২০০৩); বাংলা কথাসাহিত্য : আধুনিকতার কুশীলব (২০০৭); বাংলা কথাসাহিত্য : ভিন্ন স্বর ভিন্ন শৈলী (২০১০)। শিশুতােষ গল্পগ্রন্থ : দুষ্টু রাজকুমার ও অন্যান্য (২০১৩), সম্পাদিত শিশুতােষ গল্পগ্রন্থ : গল্পের আল্পনা (২০১০)।