ফ্ল্যাপে লিখা কথা ২৯ ডিসেম্বর ২০০৮-এর নির্বাচন ছিল বাঙালি জাতীয় জীবনে একটি সঠিক সিদ্ধান্ত নেবার সময়। এ ধরনের সঠিক সিদ্ধান্ত নেবার মুহূর্তে প্রত্যেক জাতির জীবনে মাঝে মাঝে আসে। এ সময়ে জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে ওই জাতি অস্তিত্ব সংকটে পড়ে যায়। যেমন ২০০৮-এর আমেরিকার নির্বাচনের আগে সেদেশের মানুষের সামনে প্রশ্ন উঠেছিল, আমেরিকা শক্তিশালী উন্নত রাষ্ট্র হিসেবে টিকে থাকবে, না যুদ্ধবাজ দেশ হিসেবে ধ্বংস হয়ে যাবে? ২০০৮-এর ২৯ ডিসেম্বর নির্বাচনের আগে অমনি বাংলাদেশ একটি কঠিন প্রশ্নের মুখোমুখি হয়। প্রশ্ন দেখা দেয়- বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে ভবিষ্যতে এগিয়ে যাবে, না ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে?
জাতির জীবনে যখন এ ধরনের সময় আসে ওই মুহূর্তে জাতির সচেতন অংশকে বিভিন্ন অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হয়। জাতির সামনে বিভ্রান্তি দূর করে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে হয়। ডেডলাইন-২৯ বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে সেই দায়িত্ব পালনের একটি মাইলফলক। ২০০৮-এর ২৯ ডিসেম্বর নির্বাচনকে সামনে একটানা ৩৮ দিন দায়িত্বশীল ও তীক্ষ্ম যুক্তিসম্পন্ন লেখা জাতির সামনে তুলে ধরেন সাংবাকি ও লেখক স্বদেশ রায়। সাংবাদিকতার ইতিহাসের এই মাইলফলক ডেডলাইন-২৯।