ফ্ল্যাপে লিখা কথা লোকে দিন কাটায় নিদির্ষ্ট একটা দেশে, তার থাকে কোনো না কোনো রাষ্ট্রব্যবস্থা। রাষ্ট্রের ক্রিয়াকলাপ টের পায় যেমন- এক একজন লোক, তেমনি গোটা সমাজ। এ ক্রিয়াকলাপ ব্যপ্তম জীবনের সর্বক্ষেত্র। অধিকাংশ রাষ্ট্রের ব্যক্তিরা : প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সংসদসদস্য ইত্যাদি ; আর রাজনীতি হলো, শ্রেণী, জতি ও অন্যান্য সামাজিক দলের মধ্যেকিার সম্পর্কের সঙ্গে জড়িত কার্যকলাপের ক্ষেত্র ; এর মূল লক্ষ্য রাষ্ট্রীয় ক্ষমতা দখল, তাতে অধিষ্ঠিত হওয়ার ও তার ব্যবহার ; আর যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত সরল অর্থে তারাই রাজনীতিবিদ। এই বইতে আছে বিশ্বর শ্রেষ্ঠ কয়েকজন রাজনীতিবিদের সংক্ষিপ্ত জীবনবৃত্ত; তাদের জন্ম , কৈশোর,শিক্ষা , ব্যক্তিগত ও পারিবারিক জীবনতথ্য এবং অবশ্যই আছে তাঁর বিখ্যাত হওয়ার গল্প। বর্তমান বইটি ‘বিশ্বশ্রেষ্ঠ মনীষী গ্রন্থমালা’র একটি । কিশোর ও সাধারণ উৎসুক পাঠকের জন্য এটি একটি প্রয়োজনীয় সঙ্কলন।
অস্ট্রিক আর্য। জন্ম ও অদ্যাবধি বেড়ে ওঠা পুরান ঢাকায়। মূলত কবিতা ও আলস্যপ্রেমি এই মানুষটি ভালবাসেন বন্ধস্বজনের সজিবসানিধ আর নিরুপদ্রুপ জীবন । তাঁর অন্যান্য বইসমূহ : বিশ্বশ্রেষ্ঠ কবি ও সাহিত্যিক, বিশ্বশ্রেষ্ঠ রাজনীতিবদ, বিশ্বশ্রেষ্ঠ দার্শনিক, বিশ্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী, বিশ্বশ্রেষ্ঠ অভিযাত্রী, বিশ্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী, বিশ্বশ্রেষ্ঠ ধর্মপ্রবর্তক, কালজয়ী কীর্তিমান : খ্রিষ্টপূর্ব মনীষীদের জীবনালেখ্য, আইনস্টাইন, আইজ্যাক নিউটন, মাদার তেরেসা, গ্যালিলিও, আলেকজান্ডার গ্রাহামবেল।