ফ্ল্যাপে লিখা কথা বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা অঞ্চলের চিরায়ত লোক-ঐতিহ্যের অমূল্য সম্পদভাণ্ডার থেকে এ লোককাহিনীগুলো হারিয়ে যাওয়ার হাত থেকৈ রক্ষা করে সংগ্রহ ও সংরক্ষণ করে সুধীমহলের কাছে নিয়ে এসেছেন নরসিংদী জেলার কৃতী সন্তান বহুমুখী প্রতিভার অধিকারী, ইতিহাস, লোকসাহিত্য ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় নিবেদিত বহুমূল্যবান গ্রন্থ প্রণেতা বাংলা একাডেমীর সম্মানসূচক ফেলোশিপপ্রাপ্ত মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। যেমননি করেছিলেন ‘মৈময়নসিংহ গীতিকা’ সংগ্রহ করে চন্দ্র কুমার দে। ‘বাংলাদেশে লোক কাহিনী’ ২য় খণ্ড বইটির কাহিনীগুলি তিনি সংগ্রহ করেন ১৯৯১ সালের দিকে। নেত্রকোনা জেলার এক নিরক্ষর দিনমজুর মোমরুজ আলী এসব কাহিনীর কথক। নিরক্ষর হলেও মোমরুজ আলীর স্মরণশক্তি ও মেধা অত্যন্ত প্রখর। এ বইটির কাহিনীগুলো নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক ভাষায় হলেও অত্যন্ত আনন্দদায়ক ও শ্রুতিমধুর। সব বয়সের পাঠকই এ গল্পগুলো পাঠে নির্মল আনন্দ ও শিক্ষালাভ করতে পারেন। এ বইয়ের ৫টি লোকগল্পের নামগুলো যেমন সুন্দর তেমনি বৈচিত্র্যময় (বেভুল ছিপাই, তুলাল বাশ্শা ও তোলাপজান কইন্যা, টেডন ও পরধান্যার কিস্সা, মতিলাল বাশশা, অকুল বকুল) প্রকাশের অল্পদিনের মধ্যেই এ কপি শেষ হয়ে যায় বলেই দ্বিতীয় মুদ্রণের এ প্রচেষ্টা। অনেক পণ্ডিত ব্যক্তি যেমন এ বইটির প্রশংসা করেছেন তেমনি অতি সাধারণ স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীও বইটি আপন করে নেয়। সব শ্রেণীর পাঠকের কাছে বইটি আনন্দদায়ক ও আকর্ষণীয়। বাংলাদেশের উত্তর-পূর্বপ্রান্তে গারো, খাশিয়া ও জৈন্তা পাহাড়ের পাদদেশে- কংশ, সোমেশ্বরী, মগরা, নানিয়া, তলার, ধারাই নদীবিধৌত খালিয়াজুরী, চিনাগুড়ি, চিতলী, বাঘড়া ইত্যাদি হাওড়-পরিবেষ্টিত লোকজন ঐতিহ্যের লীলাভূমি নেত্রকোনা জেলা থেকে সংগ্রহ করা হলেও এগুলো সারা বাংলার অমূল্য সম্পদ। এ কাহিনীগুলো চিরকাল মানুষকে আবহমান বাংলার শেকড়ের সন্ধান দেবে। বইটির সংগ্রাহক হাবিবুল্লা পাঠানকে এরকম মহৎ ও কঠিন কাজের জন্য ধন্যবাদ জানাই।