মহাকাশকেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টুকানাতে একটা নতুন পৃথিবী গড়ে তােলা হবে। এই গ্রহের আবহাওয়ায় মহাকাশের বিভিন্ন গ্রহের মানুষ বাঁচতে পারবে। পৃথিবী থেকে এই গ্রহে বাস করার জন্য নির্বাচিত হলাে অনি। তাকে একথা জানাবার জন্য এলাে গ্লিরিবনােটা। তার বন্ধু পােরােটাও এলাে। টেলিফোনে আলাপ হলাে গ্লিরিবনােটার বােন শিরিফনােটার সঙ্গে। টুকানায় ওরা চলে এল। আরও এল ক্রাকস-এর মহালয়া নামক গ্রহ থেকে কিনি এবং সিগনাসের কিলংবাদ থেকে আজুঙ্কি। ভিনগ্রহী নিবাসের তিনটি আলাদা বাড়িতে ওরা থাকে। যখন যেখানে ইচ্ছে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। ইঙ্কিইঙ্কি গাছের নৌকোয় চড়ে নদীতে ঘােরে বিভিন্ন স্থানে অনুষ্ঠানাদির আয়ােজন। করে। একদিন হঠাৎ করে একটি দুষ্ট চক্রের কারসাজিতে বিপদে পড়ে গেল ওরা। টুকানার উপগ্রহ হঠাৎ করেই কাছে এসে গেল। মাধ্যাকর্ষণের টানে টুকানা থেকে পাথর, হিংস্র পশু আর পােকামাকড় এসে পড়ল টুকানায়। বসবাসের অনুপযােগী হয়ে গেল গ্রহটি। এদিকে অনি ভিনগ্রহে যাবার সময় মায়ের কাছে। যে কৃত্রিম অনিকে রেখে গিয়েছিল সেটিও বিগড়ে গেল। মা অসুস্থ হয়ে পড়লেন। এরকম একটি পরিস্থিতিতে অনি কী করবে? কী করা উচিত?
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরফরাদি গ্রামে জন্ম। অধ্যয়নস্থল- পাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট মডেল হাই স্কুল, ভৈরবের কে. বি. পাইলট হাই স্কুল ও হাজী আসমত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ফিলিপিন্স। স্কুলজীবন থেকে লেখালেখির শুরু। বদি মিয়ার রাজাকারের ডায়েরি, টাকাসাহেবের গল্প, পরিরানি ও রাক্ষসের গল্প, ভূত ও বুদ্ধিমান বালক, এক দেশে ছিল এক দেশ হতে দেশ দেশান্তরে, মানিলন্ডারিং প্রতিরোধ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। সম্পাদিত গ্রন্থ : বাঙালির চিরসঙ্গী রবীন্দ্রনাথ, ছড়ায় ছড়ায় শুদ্ধাচার এবং হাওর জঙ্গল মোষের শিং। নেশা দেশভ্রমণ। বাংলাদেশের সব জেলা এবং দর্শনীয় স্থান ভ্রমণ করেছেন। ভ্রমণের নেশায় ঘুরে বেড়িয়েছেন এন্টার্কটিকা ছাড়া সব মহাদেশে। স্ত্রী নাদিরা বেগম এবং তিন কন্যা- কীর্তি, অর্থী ও শ্রেয়াকে নিয়ে তাঁর ছিমছাম সংসার। কীর্তির সূত্রে তার সংসারে যোগ হয়েছে মিতুল এবং সুহৃদ।