“বিতর্কের প্রথম পাঠ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ‘বিতর্কের প্রথম পাঠ’ একজন খ্যাতিমান বিতার্কিকের মুক্তচিন্তার যেমন পরিচায়ক, তেমনি একজন যুক্তিবাদী তরুণের মনােজগতের প্রতিচ্ছবিও। বিভিন্ন ঘরানার বিতর্ক সম্পর্কে বইটিতে প্রাণবন্ত আলােচনা করেছেন কেসস্টাডি উপস্থাপনের মাধ্যমে রাজীব সরকার বিশ্বাস করেন জয়-পরাজয় নয়, বিতার্কিকের চূড়ান্ত অর্জন মননে ও ব্যক্তিত্নে যুক্তিবাদী হওয়া। বিতর্ক শিল্পের সঙ্গে আড়াই দশকের ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে তিনি জানেন জোরের যুক্তি নয়, যুক্তির জোরই পারে সমাজে মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে। এ বইটি তাই নিছক বিতর্করীতির বই নয়, কিশাের প্রাণে যুক্তির আলাে জ্বালাবারও প্রয়াস। ইতােপর্বে লেখকের ‘যুক্তিতর্ক-বিতর্ক’ বইটি বিতার্কিক সমাজে বিপুলভাবে অভিনন্দিত হয়েছে। বর্তমান বইটি স্কুলের শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখে প্রণীত হয়েছে। শৈশব থেকেই যেন শিক্ষার্থীরা যুক্তি ও পরমতসহিষ্ণুতার সঙ্গে পরিচিত হতে পারে সে লক্ষ্যে লেখক দক্ষতার সঙ্গে বারােটি অধ্যায়ে বিতর্কশিল্পের বস্তুনিষ্ঠ ও হৃদয়গ্রাহী বিশ্লেষণ করেছেন। মঞ্চে ও জীবনমঞ্চে যারা যুক্তিবাদী বিতার্কিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চান। তাদের জন্য বিতর্ক চর্চার প্রবেশদ্বার ‘বিতর্কের প্রথম পাঠ'।
রাজীব সরকারের জন্ম ১৯৮০ সালে ময়মনসিংহে । তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ। উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও যুক্তরাজ্যের নর্দাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিতার্কিক রাজীব সরকার। ১৮তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় এবং তিনি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। বিশ্বসাহিত্য কেন্দ্রে পাঠচক্র সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন তিন বছর। বিভিন্ন দৈনিক ও সাহিত্যপত্রে লেখালেখি করেন। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ : বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ (২০০১), নিহত রবীন্দ্রনাথ, যুক্তি+ তর্ক = বিতর্ক (২০১২), মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে (২০১৪), সাহিত্যিকের সমাজচেতনা ও অন্যান্য ভাবনা (২০১৫) এবং ইউরোপের পথে পথে (২০১৬)। তিনি এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ১৬টি দেশ ভ্রমণ করেছেন। স্ত্রী সুদীপ্তা সরকার। দুই পুত্র সাগ্নিক ও ঋত্বিক।