“হযরত আবু হানিফা রহ. এর ১০০ ঘটনা" বইটির ভূমিকা থেকে নেয়াঃ নিঃসন্দেহে একথা সর্বস্বীকৃত যে, ইলমে ফিকহে ইমাম আবু হানীফা রহ.-কে আল্লাহ তাআলা যে পরিমাণ যােগ্যতা দিয়েছেন অন্য কাউকে তা দেননি। এটা তাঁর একক বৈশিষ্ট্য। সাথে সাথে তার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলাে, তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকীহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. এর ইলমের ধারক-বাহক ও প্রচারক। তাছাড়া খােদা প্রদত্ত মেধা ও যােগ্যতার মাধ্যমে ইসলামী ইতিহাসের অন্যান্য সকল ফকীহদের মাঝে তিনি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন। তাঁর ফিকহী গভীরতা এবং ফিকহী ঘটনাগুলাে অধ্যয়ন করলে অনুভূত হয় যে, আল্লাহ তা'আলা ফিকহকে তার স্বভাবজাত বিষয় করে দিয়েছিলেন । উসূলে ফিকহ বা ফিকহী মুলনীতির আবিষ্কারক ইমাম আবু হানীফা রহ.। এই মূলনীতির আলােকেই আজো মাসআলা-মাসাইল বলা হয়ে থাকে। পরবর্তীতে ইমাম শাফেয়ী রহ. সেই মূলনীতিগুলােকে লিপিবদ্ধ করেছেন। হাদিস ও ফিকহের একজন সাধারণ ছাত্রও ইমাম আবু হানীফা রহ.-এর ব্যক্তিত্ব সম্পর্কে সম্যক অবগত । ইলমের পথে আত্মােৎসর্গকারী এই জীবনের প্রতিটি অংশেই রয়েছে জীবনের জন্য শিক্ষা। প্রতিটি জীবনকে পথ প্রদর্শনের যােগ্যতা। এই কিতাবে ইমাম আবু হানীফা রহ.-এর শতাধিক ঘটনা হাওলাসহ জমা করা হয়েছে। ঘটনাগুলােতে পাঠকের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। যার দ্বারা মেধার বিকাশ ঘটবে। মাঝে-মধ্যে হাসির উপাদানও মিলবে। ইমাম আবু হানীফা রহ.-এর তাকওয়া দেখে নিজের মধ্যে আমলের জযবা সৃষ্টি হবে। ইলমের ময়দানে বিচরণের আকাক্ষা সৃষ্টি হবে।